বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

নারী নির্যাতনের বিরুদ্ধে স্বয়মের প্রয়াস

নারী নির্যাতন এক সামাজিক ব্যাধি। মেয়েদের স্বনির্ভরতার পরও তারা নির্যাতনের শিকার। মেয়েদের নির্যাতনের বিরুদ্ধে প্রতি বছরের মতোই এবারও সরব হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম। সংস্থার অভিমত, গ্রামেগঞ্জে এবং শহরে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে তারা দেখেছে মেয়েদের মধ্যে সচেতনতার অভাব প্রচণ্ড। অনেকে হয়তো সাহস করে অন্যায়ের প্রতিবাদই করে উঠতে পারেন না। এবং মহিলাদের এই সামাজিক অবস্থা শুধু যে আমাদের দেশেই সীমাবদ্ধ, তা তো নয়। বিশ্বেও সমানে চলেছে নারী নির্যাতন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে মহিলাদের বক্তব্য সমাজে স্বীকৃতি পাবে না। নারী নির্যাতন যে অবাধে ঘটে চলেছে তার প্রতিবাদে সম্প্রতি এক সভার আয়োজন করা হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থাটির তরফে। এই সভায় একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, মেয়েরা একে অপরের পাশে না দাঁড়ালে, একজোট হয়ে কথা না বললে কখনওই তাঁদের অবস্থানের উন্নতি হবে না। আলোচনাচক্রে অংশগ্রহণ করেন সমাজকর্মী দেবকল্প বসু দাস। তাঁর বক্তব্য, মেয়েদের মতামতের গুরুত্ব সমাজেই শুধু নয়, সংসারেও তেমন একটা দেখতে পাওয়া যায় না। আর সেই কারণেই মহিলাদের উপর ঘটে যাওয়া নির্যাতনের কোনও প্রতিবাদ হয় না। কলকাতার একটি নারীবাদী সংগঠনের সদস্য সৌমি জানা বলেন, সমাজে মেয়েদের উন্নতি চাইলে তাঁদের দৃষ্টিভঙ্গি আরও দৃঢ়ভাবে তুলে ধরতে হবে। তা সাহিত্যের মাধ্যমে হলে এর প্রভাব আরও সুদূরপ্রসারী হবে বলেই তাঁর ধারণা। নারীবাদী সাহিত্য আরও বেশিমাত্রায় সৃষ্টি হওয়া দরকার। এতে সমাজের চোখেও মেয়েদের অবস্থানের গুরুত্ব অনুভূত হবে বলেই মনে করেন সৌমী। এছাড়াও বিভিন্ন গান, নাচ, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও নারীর সামাজিক অবস্থান তুলে ধরা হয়। 
নারী নির্যাতন নিয়ে আলোচনা ও বাদানুবাদ যখন তুঙ্গে তখনই নারীর সামাজিক অবস্থানকে এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করেন কাউন্সিলার মৌসুমী দাস। তাঁর কথায়, মহিলাদের নির্যাতন যে অবাধে চলছে একথা ঠিক, তবে মহিলারা তার প্রতিবাদও করছে। সামাজিকভাবে মেয়েরা আজ অনেক উন্নত। নিজ প্রচেষ্টায় তারা তাদের দাঁড়ানোর জমি শক্ত করেছে। আর্থিক স্বনির্ভরতার ফলে মেয়েরা নিজেদের মতামত প্রকাশ করার সাহস পাচ্ছে এবং সেই মতামত বিভিন্ন জায়গায় গ্রাহ্যও হচ্ছে। যেখানে নারী নির্যাতন হচ্ছে সেখানেও মেয়েরা মুখ বুজে অপমান সহ্য করছে না, বরং তার প্রতিবাদ করছে। এইভাবেই মেয়েদের সামাজিক অবস্থান ক্রমশ উন্নত হবে বলেই মনে করেন মৌসুমী। 

25th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ