বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

ঘরকন্নার টুকিটাকি

 অনেক সময় বাড়ির আসবাব বা জানালার গ্রিল ইত্যাদি রং করার পর রঙের টিন অর্ধেক খালি হয়। পুরোটা শেষ হয় না। সেটা বেশিদিন রেখে দিলে আবার রং জমে যায়। এক্ষেত্রে একটু দীর্ঘ সময় রং ভালো রাখার জন্য রঙের টিনের ঢাকা খুব শক্ত করে আটকে তা উল্টো করে রেখে দিন। এতে বাইরে থেকে কোনওভাবেই হাওয়া ঢুকতে পারবে না। ফলে রং অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
 যদি হঠাৎ কোনও খেয়ালে বাড়ির আসবাব নিজেই রং করতে শুরু করেন এবং তার ফলে হাতে রং লেগে যায়, তাহলে পেন্ট রিমুভার দিয়ে তা তুলবেন না। বরং ঘরে পাতা টক দই লাগিয়ে রেখে দিন। কিছুক্ষণ বাদে তা ঘষে তুলে নিন। দেখবেন দইয়ের সঙ্গে রং উঠে যাবে। তারপর ভালো কোনও সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে নিন। 
 রান্না করতে গিয়ে যদি তা পুড়ে যায় তাহলে অনেক সময় রান্নার পাত্র থেকে পোড়া গন্ধ দূর হতে সময় লাগে। সেক্ষেত্রে ওই পাত্রে বেশ খানিকটা দারচিনি লবঙ্গ এবং ছোট এলাচ একসঙ্গে ফেলে জল দিয়ে ফুটিয়ে নিন। তারপর তা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। পোড়া গন্ধ চলে যাবে।
 বাঁধাকপির পাতায় পুর ভরে তা ভাপিয়ে রান্না করতে গেলে অনেক সময় একটা বোঁটকা গন্ধ আসে। সেক্ষেত্রে বাঁধাকপির পাতার উপর পাউরুটি টুকরো করে কেটে বসিয়ে দিন। তারপর ভাপালে দেখবেন কোনও দুর্গন্ধ আসছে না। 
 অনেকদিন ব্যবহার না করে রেখে দিলে কৌটো থেকে দুর্গন্ধ বের হয়। তখন তা গরম জলে ভরে ফেলুন। তারপর তার মধ্যে এক চামচ চা পাতা আর এক চামচ ভিনিগার মিশিয়ে ফেলে দিন। কৌটোর মুখ বন্ধ করে তা ঝাঁকিয়ে নিন। খানিকক্ষণ ওইভাবে রেখে দিন। তারপর সব ফেলে দিয়ে কৌটো ধুয়ে নিন। দেখবেন গন্ধ চলে যাবে।
 বাথরুমের নালির মুখে যদি দুর্গন্ধ হয় তাহলে সেখানে এক মুঠো বেকিং সোডা ছড়িয়ে দিন। তারপর ফুটন্ত গরম জল ঢেলে নালির মুখ ধুয়ে ফেলুন। দেখবেন দুর্গন্ধ চলে যাবে। 
 ওয়াশিং সোডার সঙ্গে নুন মিশিয়ে তা জলে গুলে নিন। তারপর সেই মিশ্রণ দিয়ে বাথরুমের টাইলস ধুয়ে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে টালির দাগ ছোপ উঠে যাবে। টাইলস ঝকঝক করবে।
 জলে আয়রনের পরিমাণ বেশি থাকলে বাথরুমের টাইলসে লালচে দাগ ধরে যায়। সেক্ষেত্রে লাল দাগের উপর ভিনিগারে ভেজানো কাপড় দিয়ে ক্রমাগত মুছতে থাকুন। দাগ উঠে যাবে।
 সেরামিকের গয়না অনেকদিন ব্যবহার না করলে তাতে একটু দাগ ধরতে পারে। সেক্ষেত্রে তা তুলতে হবে সাবধানে। খুব পাতলা নরম কাপড় মিথাইল অ্যালকোহল বা স্পিরিটে ভিজিয়ে নিন। তারপর সেই কাপড় দিয়ে হালকা হাতে সেরামিক মুছে নিন। তাহলেই দাগ উঠে যাবে।        

4th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ