বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

নবতিপর হয়ে সোনার সাফল্য

বয়স ৯৪। হ্যাঁ, খাতায় কলমে তিনি বেশ সিনিয়র সিটিজেনই বটে। তবে স্বভাবে বা মনে এখনও যেন কলেজের তরুণী! তিনি ভাগওয়ানি দেবী ডাগর। সদ্য ফিনল্যান্ডের পশ্চিমে ট্যাম্পেরে আয়োজিত ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এ ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। ওই একই প্রতিযোগিতায় শট পাট এবং ডিসকাস থ্রোতে পেয়েছেন ব্রোঞ্জ। তিনটি মেডলের সাফল্যে ভাগওয়ানি ফের প্রমাণ করলেন বয়স নেহাতই একটা সংখ্যা মাত্র। হরিয়ানার খিদকা গ্রামের পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতা এবং ৫৪ কেজি ওজনের এই জাঠ রমণী এখন বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। শরীর সুস্থ রেখে মনের জোরে কীভাবে একের পর এক মাইলস্টোন পেরিয়ে যাওয়া যায়, তার উদাহরণ হয়ে উঠেছেন তিনি। কেন্দ্রীয় যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের তরফে টুইট বার্তায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভারতের ৯৪ বছর বয়সি ভাগওয়ানি দেবী আরও একবার প্রমাণ করলেন বয়স কোনও বাধা হতে পারে না। সত্যিই প্রশংসনীয় প্রচেষ্টা।’কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল, হরদীপ সিং পুরী, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সহ অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ফিনল্যান্ড থেকে ভারতে ফেরার পর বিমানবন্দরে পরিজনরা তাঁকে অভিনন্দন জানাতে হাজির ছিলেন। সাফল্য উদযাপনে ঢোলের তালে নাচতেও দেখা যায় ভাগওয়ানি দেবীকে। তিনি জানিয়েছেন, লক্ষ্যে অবিচল থাকলে যে কোনও ক্ষেত্রে সাফল্য আসবেই। তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করাই তাঁর বয়সকে অতিক্রম করে সফল হওয়ার বীজমন্ত্র।  

23rd     July,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ