বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

দক্ষিণ মেরু জয় হরপ্রীতের

মাত্র ৩২ বছর বয়সে কারও সাহায্য ছাড়াই একা মহিলা হিসেবে দক্ষিণ মেরু অভিযানে গিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিখ সেনা অফিসার ক্যাপ্টেন হরপ্রীত চান্ডী। অভিযানের সময় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডার সঙ্গে লড়াই করা তো ছিলই, সঙ্গে প্রতি ঘণ্টায় ৬০ মিটার বেগের হাওয়ায় নিজের মালপত্র নিয়ে স্লেজ টেনে হরপ্রীতকে পেরোতে  হয়েছে পথ। তিনি নাকি ‘পোলার প্রীত’ হিসেবেই জনপ্রিয়! ৪০ দিন ধরে ১১২৭ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। কুমেরু জয় করে এসে হরপ্রীত ব্লগে লিখেছেন, ‘দক্ষিণ মেরুতে পৌঁছলাম এমন একটা সময় যখন তীব্র তুষারপাত হচ্ছে। খুব আবেগপ্রবণ লাগছে। তিন বছর আগেও মেরু দুনিয়া সম্পর্কে সেভাবে কিছুই জানতাম না। ওখানে পৌঁছে মনে হচ্ছিল বাস্তব দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে এসেছি। এখানে পৌঁছনোটা খুবই কঠিন ছিল, সকলকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য।’ তাঁর কথায়, ‘তুমি যা চাও, তা করার ক্ষমতা রয়েছে তোমার। সে তুমি যেখান থেকেই শুরু করো, যেভাবেই শুরু করো, শুরুটা করতেই হবে। আমি শুধু কাচের দেওয়ালটা (গ্লাস সিলিং) ভাঙতে চাই না, তাকে গুঁড়িয়ে টুকরো টুকরো করে দিতে চাই।’ লন্ডনের কুইন্স মেরিজ ইউনিভার্সিটি থেকে স্পোর্টস এবং এক্সারসাইজ মেডিসিন-এ স্নাতক স্তরের পড়াশোনা করছেন তিনি। ইংল্যান্ডে নর্থওয়েস্ট মেডিক্যাল রেজিমেন্টের প্রতিনিধি হিসেবেও কাজ করেন। অ্যাথলিট হয়ে প্রচুর ম্যারাথনে অংশগ্রহণ করেছেন আর সেনা অফিসার হিসেবে কাজ করেছেন নেপাল, কেনিয়া এবং দক্ষিণ সুদানের মতো জায়গায়। 

8th     January,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ