বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

গাড়ি চালিয়ে ভাগ্য জয় অনীতার

ইন্দোরের এক নিম্নবিত্ত পরিবারে অনীতা বর্মার জন্ম। অভাব আর অনটনের মাঝে তাঁকে পড়াশোনা শেখানোর স্বপ্নও দেখতে পারেননি বাবা মা। অল্প বয়সেই বরং মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন দিনমজুরের সঙ্গে। কিন্তু বিয়ের পরেও বিধি বাম। চূড়ান্ত নির্যাতন আর অপমান সহ্য করে দিন গুজরান হচ্ছিল কোনওক্রমে। ইতিমধ্যে আবার দু’টি সন্তানও হল অনীতার। তবু ভাগ্য সহায় হল না। শেষ পর্যন্ত ঠিক করলেন, নিজের ভাগ্য নিজেই গড়বেন তিনি। তাই তো স্বামীর ঘর ছেড়ে তিনি ইন্দোরের সমন সোশাল ডেভেলপমেন্ট স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হলেন। আর তারপর থেকেই ক্রমশ বদলাতে লাগল তাঁর ভাগ্য। অনীতাকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হল সমনের তরফে। পাড়া প্রতিবেশীরা অবশ্য সেলাই বা রান্নার কাজ শেখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অনীতার সেগুলো মোটেও মনে ধরেনি। সাংসারিক মেয়েলি কাজে একরকম বিতৃষ্ণা এসে গিয়েছিল ততদিনে। তাই পুরুষালি সমাজে পুরুষদের কাজে হাত পাকাতে চেয়েছিলেন অনীতা। এবং শেষ পর্যন্ত ড্রাইভিং শিখে একটা চাকরিও জুটে গেল তাঁর। আজ তিনি মাসে ৮৫০০ টাকা রোজগার করেন। গাড়ি চালান এক স্কুলশিক্ষিকার। প্রয়োজনে বাইরে দূরে গাড়ি হাঁকিয়ে বেড়িয়েও পড়েন অনীতা দিদিমণির সঙ্গে। বললেন, ‘কত জায়গায় ঘোরার সুযোগ পাই, কত লোকের সঙ্গে আলাপ হয়। দারুণ লাগে।’ তবে শুধু গাড়ি চালানো শিখেই থেমে যাননি অনীতা। বরং পাশাপাশি গাড়ির খুঁটিনাটি কাজও শিখে ফেলেছেন। তাই তো রাস্তায় হঠাৎ টায়ার পাংচার হলে নিজেই তা বদলে নিতে পারেন। এমনকী ইঞ্জিনের টুকিটাকি কাজও তিনি জানেন। দিদিমণি তাই তাঁর এই ড্রাইভার সাহেবার ওপর ভীষণ ভরসা করেন। নিজের রোজগারের টাকায় দুই সন্তানকে স্কুলে ভর্তি করেছেন অনীতা। এখন বাকি স্বপ্নগুলোকে বাস্তব করার অপেক্ষা।

1st     May,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ