বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

টাইগার প্রিন্সেস লতিকা

নয়ের দশকের গোড়ার দিকেও চিত্রটা বেশ অন্যরকম ছিল। মেয়েরা ততদিনে অনেকাংশেই ঘর সামলে রোজগেরে হয়ে উঠেছিল বটে, কিন্তু সেই রোজগারের কিছু নির্দিষ্ট গণ্ডি ছিল। সেই গণ্ডিগুলো আজও যে খুব একটা বদলে গিয়েছে তা নয়, তবু মেয়েরা নিজেদের কর্মদক্ষতার কারণে এখন নির্দিষ্ট বেড়া ডিঙিয়ে অনেকক্ষেত্রেই নিজেদের প্রমাণ করেছেন। তেমনই এক মেয়ের কথা বলি আজ। তিনি ডা. লতিকা নাথ। বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিজেকে ঢেলে দিয়েছেন সেই নয়ের দশক থেকেই। তাঁর কথায়, ‘সেই সময় ওয়াইল্ডলাইফ কনজারভেশন গোছের গালভারী পড়াশোনা বা চাকরি সবই ছিল পুরুষের অধীনে। সেখানে মেয়েদের পদার্পণ একেবারেই সহজ ছিল না। কিন্তু কোনও কাজকেই অসম্ভব ভাবতে শিখিনি। তাই পুরুষের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের কাজে কোমর বেঁধে নেমে পড়লাম।’ মধ্যপ্রদেশের বান্ধবগড় জঙ্গলে কাজের সুযোগ পান লতিকা। 
তার আগে কনজারভেশন বায়োলজি নিয়ে গবেষণা করার জন্য তিনি ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় আবেদন করেছিলেন। সেই গবেষণায় তাঁর বিষয় ছিল বাঘ সংরক্ষণ। এই যে তিনি বিশেষভাবে বাঘের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তারও একটা কারণ আছে। সেই সময় বাঘ শিকার খুবই বেড়ে গিয়েছিল। ক্রমশ বাঘের বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হতে শুরু করে। লতিকা তখন বন্যপ্রাণীদের জীবন নিয়ে  পড়াশোনা করছিলেন। তাদের অভ্যাস, খাওয়াদাওয়া, চালচলন ছিল তাঁর পড়ার বিষয়। সেই সময়ই তিনি বাঘের গতিবিধি বিষয়ে পড়াশোনা শুরু করেন এবং বুঝতে পারেন যে এই বিষয়ে পড়াশোনা চালাতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। খানিকটা চ্যালেঞ্জ হিসেবেই তিনি  পড়াশোনার এই বিভাগটি নিজের কাঁধে তুলে নেন। ক্রমশ এই বিষয়ে তাঁর আগ্রহ বাড়তে থাকে এবং ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে তিনি গবেষণার কাজ শুরু করেন। ব্যাঘ্র সংরক্ষণের বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে গিয়েছেন লতিকা তাঁর কঠোর পরিশ্রমের মাধ্যমে। সেভ দ্য টাইগার আন্দোলনে সেই সময়কার কেন্দ্র সরকারকে সক্রিয় ভূমিকা নিতে তিনি এক প্রকার বাধ্যই করেন। ক্রমশ তাঁর এই কঠোর পরিশ্রমের জন্য আজ বাঘ শিকারের পরিমাণ অনেকটাই কমেছে। আর লতিকা হয়ে উঠেছেন ভারতের ‘টাইগার প্রিন্সেস’।

24th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ