বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

টেসি টমাসের আকাশছোঁয়া সাফল্য

‘টেসি টমাসের নাম বলিউডের যে কোনও অভিনেতার চেয়ে অনেক বেশি ছড়ানো উচিত। তাঁর উজ্জ্বল মুখই হয়ে উঠবে নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা।’— এমন কথাই বলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। টেসি টমাস ‘অগ্নিপুত্রী’ নামেই বেশি পরিচিত। তাঁকে বলা হয় মিসাইল ওম্যান অব ইন্ডিয়া। কেন জানেন? অবশ্যই তাঁর পেশার কারণে। সেই পেশা যা কিনা তাঁর নেশা আর ভালোবাসাও বটে। ছোটবেলায় থাম্বা রকেট লঞ্চ দেখেছিলেন তিনি। সেই থেকেই মিসাইলের প্রেমে পড়ে যান। তারপর সেই নিয়ে পড়াশোনা শুরু করেন। ভারতে কোনও মিসাইল প্রজেক্টের প্রধান হিসেবে টেসি টমাসের আগে কোনও মহিলা নিযুক্ত হননি। গতানুগতিকতার সব বেড়াজাল ভেঙে টেসি হয়ে ওঠেন অগ্নি-৪ মিসাইলের ডিরেক্টর। তবে এর আগে থেকেই অগ্নি মিসাইল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন টেসি। আর তাঁকে এই প্রকল্পে নিয়োগ করেছিলেন এ পি জে আব্দুল কালাম। অগ্নি-৩ প্রকল্পে তিনি ছিলেন অ্যাসোশিয়েট প্রোজেক্ট ডিরেক্টর। তারপর অগ্নি-৪ প্রকল্পে নেতৃত্ব দেন। ২০১৮ সালে এরোনটিকাল সিস্টেমসের ডিরেক্টর পদে নিযুক্ত হন। নিজের পেশা নিয়ে বলতে গিয়ে টেসি বলেন, ‘ভালোবাসা থেকে যদি কোনও কাজ করা যায়, তাহলে সেই কাজে সাফল্য আসে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে।’

17th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ