বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

নাচের মাধ্যমে নারীবাদের
প্রচার শোভনা পিল্লাইয়ের

ছোট থেকেই নারীবাদী শোভনা চন্দ্রকুমার পিল্লাই। মাত্র ১৩ বছর বয়সে নারীবাদের ধারণাগুলো তাঁর মনে গেঁথে গিয়েছিল। নারীবাদের সেই ধারণাগুলো তিনি নাচের মাধ্যমে প্রচার করতে চান। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য ভরতনাট্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শোভনা চান নাচের বিভিন্ন মুহূর্ত ও অভিব্যক্তির মাধ্যমে নারীবাদ প্রচার করতে। সমাজে মহিলারা কীভাবে নিজেদের প্রমাণ করে চলেছেন, তাঁদের উন্নতি কোথায় কতটা হয়েছে এই ধরনের নানা কথা তিনি নাচের মাধ্যমে বলেন। ক্লাসিক্যাল নাচকে সঙ্গী করে পথ চলা শুরু করেছিলেন শোভনা পিল্লাই। যখন তিনি দক্ষিণী ছবিতে (এমন ছবি যেখানে মেয়েদের কথা বলা হয়) কাজ করতে শুরু করেন তখন ক্রমে পারফর্মিং আর্টের আর একটি পর্যায়ে পৌঁছে যান। ২০০-র বেশি দক্ষিণী ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি অন্যান্য ভারতীয় ছবিতেও অভিনয় করেন। এমনকী ইংরেজি ভাষায় তৈরি ভারতীয় ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। তবে যে কোনও ছবিতে তিনি অভিনয় করেন না। বরং সেই ছবিই তাঁর কাছে গুরুত্ব পায় যেখানে নারীদের কথা বলা হয়। নারীবাদ ও মেয়েদের স্বতন্ত্র জীবনের প্রদর্শক শোভনা মনে করেন নারীবাদ একটা বোধ, একটা চেতনা। পুরুষের সঙ্গে যুদ্ধ করে চলার মধ্যে নারীবাদের বীজ লুকিয়ে নেই। বরং নিজের কাজের মাধ্যমে নারীবাদের প্রদর্শন ও প্রচার করা উচিত। মেয়েরা যে স্বয়ংসম্পূর্ণ, সেটা নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ করাই নারীবাদ বলে মনে করেন শোভনা। নিজের জীবনেও তাই তিনি অবিবাহিত থেকে সন্তানের দায়িত্ব নিয়েছেন। তাঁর কন্যার নাম রেখেছেন অনন্ত নারায়ণী। একক মাতৃত্ব গ্রহণ করে তিনি সমাজের কাছে প্রমাণ করেছেন, মেয়েরা একাই সব পারে।       

13th     February,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ