বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

মানবধর্মের প্রচার করেন 
রোলার স্কেটার ইয়ানসি হো

পকেটে পয়সা নেই। তবু মুখের হাসি অম্লান। আর আছে নিজের বিশ্বাসের প্রতি ভরসা। তিনি রোলার স্কেটার ইয়ানসি হো। বয়স ২৪। আর ইতিমধ্যেই তিনি মানবধর্মের প্রচার করার তাগিদে স্কেট করে ঘুরে ফেলেছেন বিশ্বের বহু দেশ। কেনিয়া আর উগান্ডার মেয়েদের মধ্যে শিক্ষার প্রচার করা এবং মার্কিন মুলুকের বিভিন্ন অংশে মানবধর্মের প্রচার করার লক্ষ্য নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন ইয়ানসি। মায়ামি থেকে শুরু হয় তাঁর স্কেট ভ্রমণ। চলেছে লস অ্যাঞ্জেলস পর্যন্ত। নিজের খাবার জোগাড় হোক বা না-ই হোক, দেশে দেশে নারী উন্নয়নের প্রচারের কাজে অটল থেকেছেন তিনি। স্কেট করে মেয়েদের উন্নয়নের কথা প্রচার করতে করতে বিশ্বের নানা দেশ থেকে ৩০,০০০ ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করেন ইয়ানসি। সব টাকাই মেয়েদের উন্নয়নের কাজে তিনি ব্যয় করতে চান।  স্কেটিংয়ের প্রতি তাঁর আকর্ষণ কিন্তু ছোটবেলার নয়। বরং তিনি বাইকিং করতে চেয়েছিলেন। ঘটনাচক্রে রোলার স্কেটার হয়ে উঠেছেন। তবে তাঁর মূল লক্ষ্য চিরকালই মানবধর্ম প্রচার আর নারী উন্নয়ন। আর সেই লক্ষ্যেই দেশ দেশান্তরে পাড়ি জমান তিনি। ইয়ানসির কথায়, মানবতা যে হারিয়ে যাচ্ছে, তা নয়। বরং দেশের বিভিন্ন শহরে ঘুরে তিনি উপলব্ধি করেছেন যে মানবতা সর্বস্তরে বিরাজমান।  মানুষের ব্যবহার তাঁকে মুগ্ধ করেছে। একইসঙ্গে মানবতার প্রতি তিনি বিশ্বাসী হয়ে উঠেছেন। স্কেটিংয়ের শিল্পটা তিনি ভারতেও নিয়ে আসতে চান বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘ভারতীয় ক্লাসিকাল নৃত্যশৈলীর মধ্যেই আমি স্কেটিংয়ের নিয়মগুলো ভরে দিতে চাই। তৈরি করতে চাই অন্যরকম ভাষা। যে ভাষা দেখে প্রত্যেক মহিলা উদ্বুদ্ধ হবেন। এবং উন্নয়নের পথে এগনোর সাহস পাবেন।’

6th     February,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ