বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

আইনি নিয়মকানুন

 

একক মাতৃত্ব আইনসিদ্ধ। একজন মহিলাকে একাই সন্তানের সব ভার নেওয়ার অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু একক মাতৃত্ব বা পিতৃত্ব যা-ই হোক না কেন, তার কিছু আইনি নিয়ম রয়েছে।
  প্রথমত সিঙ্গল পেরেন্ট (বাবা বা মা)-এর কাছ থেকে একটা নোটারি নেওয়া হয়। তাতে তিনি যে একা সেটা আইনিভাবে তিনি জানিয়ে দেন।
  তাঁর আইটি রিটার্নের একটা কপি আইভিএফ সেন্টার বা যেখান থেকে ডেলিভারি হবে সেখানে জমা দিতে হয়। অনেকে আইটি রিটার্নের কপি না দিয়ে পেস্লিপও দেন।
 এরপর মনোবিদের কাছে একটি পরীক্ষার জন্য বাবা বা মাকে পাঠানো হয়। পরীক্ষাটি সাইকোমেট্রি টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় একক বাবা বা মায়ের মানসিক কোনও অসুস্থতা নেই।
  এরপর একজন উকিলকে দিয়ে সব কিছু পড়িয়ে পাশ করিয়ে নেওয়া হয়। এবং তিনি সব কাগজপত্র পড়ে, বুঝে সপক্ষে মত দিলে একক মাতৃত্ব বা পিতৃত্ব গ্রহণে আর কোনও বাধা থাকে না।
 শেষ পর্যায় বাচ্চা জন্মানোর পর এই সব কাগজপত্রের কপি এবং বাচ্চার হাসপাতাল থেকে দেওয়া বার্থ সার্টিফিকেট কর্পোরেশনে জমা দিলে তাঁরা সেই ভিত্তিতে রিপোর্ট তৈরি করে দেন।

6th     February,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ