বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অন্দরমহল
 

রেস্তোরাঁর খবর

ভিন্টেজ এশিয়ায় ডিমসাম সিপ সাম
জে ডব্লু ম্যারিয়টের ভিন্টেজ এশিয়া রেস্তরাঁয় চলছে ডিমসাম সিপ সাম ফেস্ট। আগামী ২৫ জুন পর্যন্ত এই ফেস্ট চলবে। গরমে হাল্কা খাবার আর পানীয়র জন্য যখন প্রাণ ওষ্ঠাগত, তখনই এই ফুড ফেস্ট নিয়ে হাজির হয়েছে ভিন্টেজ এশিয়া। এই সময়ে হাল্কা খাবার আর ঠান্ডা পানীয় খেতে মন চায়। আর সেই সুযোগই পাবেন ভিন্টেজ এশিয়া রেস্তরাঁয়।  ডিমসামের মেনুর মধ্যে রয়েছে সুইমাই চিকেন, ক্রিস্টাল ডাম্পলিং, ভেজিটেবল টেম্পুরা রোল উইথ ডিহাইড্রেটেড স্পিনাচ, স্টিম প্রন এনোকি, ব্ল্যাক পেপার চিকেন ইত্যাদি। ডিনার বা লাঞ্চের আগে অ্যাপেটাইজার হিসেবে খুবই ভালো লাগবে এই ডিমসামগুলো। এছাড়াও রয়েছে নানা স্বাদের পানীয়। তরমুজ, শসা, আনারস, লিচু সহ নানা ধরনের ফলের সঙ্গে সুগার সিরাপ, মধু ইত্যাদি মিশিয়ে তৈরি হচেছ সুস্বাদু পানীয়। এমন মেনু সহযোগে লাঞ্চ বা ডিনার করতে চাইলে খরচ পড়বে ১,৭৯৯ টাকা, কর অতিরিক্ত।     
অ্যাস্টরে স্লাইস অব সামার
আজ থেকে শুরু হয়েছে অ্যাস্টরের সামার মেনু। চলবে মাসের শেষ পর্যন্ত। অ্যাস্টর হোটেলের কাবাব-ই-কিউ রেস্তরাঁয় পাবেন আম সহ সামার মেনু। গ্রীষ্মকালীন মেনুতে আমের আধিক্য চোখে পড়ার মতো। হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, বাঙালির মনে গ্রীষ্মকালের সঙ্গে আমের নামটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত। ফলে এই সময়ে আমের বিভিন্ন পদ সহযোগে ফুড ফেস্টের আয়োজন করা হবে তা তো বলাই বাহুল্য। স্লাইস অব সামার মেনুতে পাবেন ফ্রেশ ম্যাঙ্গো অ্যান্ড বেসিল লস্যি, র ম্যাঙ্গো কিউই পান্না, ম্যাঙ্গো ওয়াটারমেলন স্যালাড, স্টার ফ্রায়েড চিকেন ইন লেটুস বোল উইথ ম্যাঙ্গোস, ম্যাঙ্গো ডাইকিরি, ম্যাঙ্গোরিটা, ম্যাঙ্গো মোজো, ম্যাঙ্গো আইসড টি, সিল্কেন টোফু অ্যান্ড ম্যাঙ্গো উইথ স্পিনাচ রাইস, র ম্যাঙ্গো অ্যান্ড প্রন ইন অয়েস্টার স্যস, গ্রিলড ফিশ অ্যান্ড পাকা আমের সালসা, আম গোস্ত, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ ক্রিম টার্ট ইত্যাদি। এই মেনুতে খাওয়ার খরচ মোটামুটি ১,৫০০ টাকা। 

10th     June,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ