বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অন্দরমহল
 

রেস্তোরাঁর খবর

তাজ সিটি সেন্টার নিউটাউনে ফ্লেভারস ফ্রম সাউথ
দক্ষিণী খাবার যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য তার সিটি সেন্টার নিউটাউনে চলছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্ট। ২৯ মে পর্যন্ত পাবেন এই মেনু। তাতে রয়েছে গুন্টুর মাশরুম চিলি, কুজি পানিয়ারম, কোরি ঘি রোস্ট, পাচাকারি কুরুমা, আলেপ্পি ফিশ কারি, রয়ালাসিমা মামসাম বিরিয়ানি, মামসাম ভেপুড়ু, এলানির পায়সম, কোম্বাকোনাম কাপি আইসক্রিম, সিময়া পাল পায়সম ইত্যাদি। এই উপলক্ষ্যে হোটেলে হাজির রয়েছেন তাজ করমণ্ডলের প্রধান শেফ টি জবারাজ। 

সান্তা’স ফ্যান্টাসির এক দশক 
আসন্ন দশম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসাবে, সান্তা’স ফ্যান্টাসির সল্টলেক শাখায়  চলছে  ‘আ ট্রাইবাল রিপাস্ট’ অনুষ্ঠান। এই উপলক্ষ্যে রেস্তরাঁয় পাবেন সুস্বাদু সামুদ্রিক খাবার যেমন হানি লেমন প্রন, চিকেন নেস্ট, চিকেন  ম্যাপ টোফু, হংকং নুডলস, চিকেন উইথ আমন্ড,  চিকেন মোহিতো, পট রাইস, স্টাফড স্কুইড, প্রন র‌্যাপড উইথ চিকেন ইত্যাদি। 

দ্য ল্যাঙ্গোস বিস্ত্রোর স্বাস্থ্যকর মেনু
কলকাতার লেক মলে অবস্থিত দ্য ল্যাঙ্গোস বিস্ত্রোতে স্বাস্থ্যকর, সুস্বাদু খাবার পাবেন। ল্যাঙ্গোস একটি হাঙ্গেরিয়ান খাবার যা পরিবেশন করা হয় সুস্বাদু টপিংস সহ। সংস্থার দাবি, এখানে পরিবেশিত ল্যাঙ্গোস বিখ্যাত এদের বৈচিত্র্যময় টপিংসের জন্য। ডিপ-ফ্রায়েড ল্যাঙ্গোস ছাড়াও মিলবে বেকড খাবার, বার্গার, স্যালাড এবং নানা ধরনের ডেজার্ট। 
ক্যালোরি ক্রেভের নতুন মেনু
মানুষ এখন অতিরিক্ত ক্যালোরি সচেতন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে  তাদের খাদ্য পরিকল্পনা। সেই কথা মাথায় রেখে ক্যালোরি ক্রেভ নিয়ে এসেছে সুস্বাদু স্বাস্থ্যকর খাবারের সম্ভার। নতুন মেনুতে পাবেন ব্ল্যাক রাইস কর্ন, স্প্রাউট স্যালাড, হানি মাস্টার্ড চিকেন এবং অ্যাভোকাডো স্যালাড, টম্যাটো পেস্তো র‌্যাপ  ইন চিকেন/টোফু/পনির, কিনোয়া প্রোটিন অমলেট, হুইট প্রোটিন প্যানকেক, মিক্সড ফ্রুট স্যালাড ইত্যাদি। 

ক্লাব ভার্দেতে  সামার ক্যাম্প
গরমের ছুটিতে বাচ্চাদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করেছে ক্লাব ভার্দে। মেনুতে রয়েছে কিডস স্পেশাল ফ্রুট স্মুদি, ফ্যান্টাস্টিক ফোর র‌্যাপ, স্পিডি ফ্রয়েড চিজ স্টিকস, নট টু মিনিট ম্যাগি, চিজি ক্রিমি পাস্তা, পাওয়ার পাঞ্চ গার্লিক ব্রেড পিৎজা, পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ,গ্রুট দ্য রুট স্পাইরাল পোট্যাটো ক্রাঞ্চ, থান্ডারিং স্যুপি ভেজ মোমো উইথ ডাম্পলিং ব্রথ, ভেজিটেবল এবং সয়া নাগেটস, ক্রাঞ্চ এবং মাঞ্চ চিকেন স্ট্রিট, পার্কার ব্যানানা স্প্লিট, স্ট্রেঞ্জ ইয়োগার্ট ইত্যাদি। 

কুচিনা সিসিলিয়ানায় ইতালীয় ফুড ফেস্টিভ্যাল
দ্য ভিলেজ বাই ইকো হাবে দুর্দান্ত ইতালিয়ান কুইজিনের স্বাদ নিতে আসতে পারেন। পাস্তা, ব্রুশেতা, রকমারি  ইতালিয়ান স্যালাড পাবেন মেনুতে। পাবেন ফ্রিতেল দি ফিউরি, অলও অ্যাগলিও পাস্তা, পোলো আলা ডায়াভোলা, মিনেস্ট্রোন আ লা গেনোভেজ, পাস্তা দি ব্রকোলি আরিমিনাতি, ইনসালাদা দি পমোদরি, ইনসালাদা দি অ্যারেঞ্চ ই ফিনোচ্চি ইত্যাদি। মেন কোর্সে থাকছে তর্তেলিনি সিসিলিয়ানা, ক্যাপোনাতা, পাস্তা কন লে মেলাঞ্জে আ লা নর্মা, স্টুফাতো দি মন্তোন সিসিলিয়ানা, স্প্যাগেটি কন লে পোলপে, স্প্যাগেটি অল নেরো দি সেপিয়া ইত্যাদি।
শেরী ঘোষ

27th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ