বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অন্দরমহল
 

হোটেলে রেস্তরাঁয় ভ্যালেন্টাইন’স স্পেশাল 

মাত্র কয়েকদিন পরেই ভালোবাসার দিন। দিনটি উদ্‌যাপনের জন্য প্রস্তুত বিভিন্ন হোটেল রেস্তরাঁ। খবরে শেরী ঘোষ।

অক্টা
অক্টায় পাবেন ফরএভার পাউচ। গ্রিন অ্যাপেল স্যালাড, টম্যাটো বেসড মেক্সিকান স্যুপ, ট্রু লাভ মেক্সিকান টর্টিলা স্যুপ, বি মাইন নান টাকো, কিউটি পাই কটেজ চিজ পার্সেল, স্পাইসি চিকেন পার্সেল, রেড হট রোমান্স ইত্যাদি। ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁ। দু’জনের জন্য খাওয়ার খরচ ৭০০ টাকা।
হোলা
এই রেস্তরাঁয় ১৩ ফেব্রুয়ারিতে মহিলাদের জন্য বিশেষভাবে থাকছে লাইভ মিউজিক, স্পিন দ্য হুইল অফার এবং বিনামূল্যে ককটেল। সময়: দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত। এছাড়া ১৪ ফেব্রুয়ারি থাকবে কম্বো কাপল মেনু। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১২০০ টাকা।
আওয়ধ
বিরিয়ানির স্বাদ নিতে ভ্যালেন্টাইন’স ডে-তে প্রিয়জনকে নিয়ে আসতে পারেন আওয়ধ রেস্তরাঁয়। এই দিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকছে রেস্তরাঁ। দু’জনের খাওয়ার খরচ ৮০০ টাকা। 
সব কা ক্লাব
সব কা ক্লাবে ১৪ ফেব্রুয়ারি থাকবে ভ্যালেন্টাইন’স পার্টির আয়োজন। নিয়ন লাইট সহ ফুল পার্টি থিম, বলিউড মিউজিক, ডিজে থাকবে।  দম্পতিদের সেরা পোশাকের জন্য বিশেষ উপহার থাকবে। দুপুর ১টা থেকে রাত ২টো পর্যন্ত চলবে এই পার্টি। দু’জনের খাওয়ার খরচ ১১০০ টাকা।
ওয়াও চায়না
এখানে মেনুতে পাবেন ভেজিস ইন ওয়েস্টার স্যস, এগ সেচুয়ান, চিকেন ইন চিলি বেসিল স্যস, চিকেন হাক্কা নুডলস, ভেলভেট ডিমসাম ইত্যাদি।
ব্রডওয়ে
এখানে পাবেন রকমারি পানীয়র সম্ভার। বিশেষ মেনুতে থাকবে লেমন কোরিয়েন্ডার স্যুপ/সুইট কর্ন স্যুপ, চিলি মাস্টার্ড চিকেন, ফিশ ফিঙ্গার, হানি চিলি পট্যাটো, পনির অমৃতসরি টিক্কা, চিকেন আলা কিভ, ফিশ অ্যান্ড চিপস, চিকেন মশলা, রুটি এবং ডেজার্ট। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১২৯৯ টাকা।
ফ্লেভারস অব ইন্ডিয়া
ভি-ডে স্পেশাল  মেনুর মধ্যে রয়েছে লেমন কোরিয়েন্ডার স্যুপ, পনির ৬৫, চিলি টার্কি আলু,  চিকেন গন্ধরাজ, প্যানকো ফ্রায়েড ফিশ, চিকেন স্টাফড কাবাব, পি পোলাও ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১৫০০ টাকা। 
ট্যামারিন্ড
ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে বিশেষ মেনুতে পাবেন চিকেন আলিসা, দক্ষিণী ইয়ার চিংড়ি, বাদশাহি  টেংরি কাবাব, ফিশ পাহাড়ি, মাটন স্টু, চিকেন টিক্কা মশলা, কর্ন পালক, নলেন গুড়ের আইসক্রিম, বেকড চকোলেট রসগোল্লা ইত্যাদি। খরচ ১০০০ টাকা, কর অতিরিক্ত। 
ক্যালকাটা কুকস
এখানে ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে পাবেন কেক আর উপহারের সম্ভার। ভ্যানিলা হার্ট ড্রাই কেক উইথ চকো চিপস অ্যান্ড গুডনেস অব ভ্যানিলা বাটারক্রিম, ব্রাউনিজ টপড উইথ ভ্যানিলা বাটার ক্রিম অ্যান্ড বেলজিয়ান চকোলেট, চকোলেট কোটেড ফ্রেশ স্ট্রবেরি ইত্যাদি পাবেন ৫০০ টাকা থেকে।
আওয়ধ ১৫৯০ 
আওয়ধ ১৫৯০ এই দিন উপলক্ষে আয়োজন করেছে দাওয়াত-এ-ইশক-এর। বিশেষ মেনুর তালিকায় রয়েছে  মাটন গলৌটি কাবাব, স্মোকড তন্দুরি লবস্টার, মখমলি চিকেন টিক্কা, চাঁদনি মালাই টেংরি, মাটন আদরক কে পাঞ্জে, নল্লি কাবাব, পনির বেগম বাহার, রান বিরিয়ানি, আওয়াধি হান্ডি বিরিয়ানি, মুর্গ ইরানি, আওয়াধি মুর্গ জাফরানি ইত্যাদি। দু’জনের জন্য খাবার ১২০০ টাকা, কর অতিরিক্ত।
চাওম্যান 
এই সপ্তাহে রোজ ৬৯৯ টাকায়  পাবেন ‘মিল ফর টু’ অফার। সঙ্গে থাকছে একটি সারপ্রাইজ চকোলেট বক্স। মেনুতে পাবেন ভেজ মাঞ্চো স্যুপ, ভেজ চিলি গার্লিক রাইস, ভেজ সিঙ্গাপুর নুডলস, এগজটিক ভেজ ইন চিলি বেসিল স্যস, দরসন উইথ আইসক্রিম, মিক্সড মাঞ্চো স্যুপ, চিকেন চিলি গার্লিক নুডলস, চিকেন উইথ কাজু অ্যান্ড ড্রাই চিলি ইত্যাদি। 
টেস্ট রাইড
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টেস্ট রাইড-এ ভ্যালেন্টাইনস ডে কম্বো অফার পাবেন। সুপার চাইনিজ কম্বো পাবেন ৩২৯ টাকায় এবং সুপার বিরিয়ানি কম্বো রয়েছে ৪২৯ টাকায়। মেনুতে রাইস, চিকেন, কাবাব, মোমো, চিকেন, মাটন সহ বিভিন্ন পদ থাকবে।
চ্যাপ্টার টু
চ্যাপ্টার টু রেস্তরাঁয় ১৪ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাবেন অফার। মেনুতে রয়েছে চিকেন আলা কিভ, ল্যাম্ব চপস, প্রন অন টোস্ট, ডেভিলড ক্র্যাব, চিকেন স্ট্রোগানভ, পর্ক ভিন্ডালু, সিফুড চাওডার, প্রন ককটেল, ক্যারামেল কাস্টার্ড এবং চিজ কেক ইত্যাদি।
দ্য আদার রুম 
ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে দ্য আদার রুম আয়োজন করেছে ‘সিক্রেট রঁাদেভু’। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পাবেন ট্রিনকাস সিজলিং চেলো কাবাব, চিকেন ফুলঝুরি শিক, শেফার্ডস পাই, লবস্টার থার্মিডর, বেসিল ল্যাম্ব চিলি টম্যাটো, জিঞ্জার স্ক্যালিয়ন নুডলস ইত্যাদি। দু’জনের খরচ ৮০০ টাকা, কর অতিরিক্ত।
ট্রাইব কাফে
বিশেষ দিনে সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে হাজির ট্রাইব কাফে। মেনুতে পাবেন স্ট্রবেরি কুকিজ, চকো চিপস এবং ভ্যানিলা কুকিজ, আমন্ড কুকিজ, পপি সিড কুকিজ, ট্রাফল অয়েল কুকিজ, মিক্সড বেরি কুকিজ, জিঞ্জার কুকিজ ইত্যাদি। দুজনের জন্য খরচ ৭০০ টাকা, কর অতিরিক্ত।
হোয়াটস আপ কাফে
এই কাফের ট্রিপল ডেক টেরেসে ক্যান্ডেল লাইট ডিনার, লাইভ মিউজিক ও আ-লা-কার্ট মেনু পাবেন। মাটন দহি বড়া, শেফার্ডস পাই, গ্রিলড চিকেন ইন ক্রিমি ওয়ালনাট স্যস, কাজুন স্পাইসড চিকেন, ফিশ অ্যান্ড চিকেন গ্রিলড প্ল্যাটার, চিকেন রুলাড, প্রন থার্মিডর, মিট লাভার্স পিৎজা, মিক্সড চিকেন লাসানিয়া থাকবে মেনুতে। দু’জনের খাওয়ার খরচ ২০০০ টাকা, কর অতিরিক্ত।
নাইন্টি নাইন
মাত্র ৯৯ টাকা, ভালবাসা প্রকাশ করতে এই মূল্যই যথেষ্ট। ৯৯ টাকা থেকে শুরু  ভ্যালেন্টাইন’স স্পেশাল ‘লাভলি’ আইটেমগুলির মধ্যে রয়েছে কর্ন অ্যান্ড সানড্রায়েড পিৎজা, মিন্সড চিকেন পিৎজা, চিকেন বিরিয়ানি উইথ এগ অ্যান্ড পট্যাটো, রেড হট চিলি চিকেন, মোমো, চিকেন র‌্যাপ, গোল্ডেন ফ্রায়েড প্রন, রোস্টেড ফিশ কেক।
ক্যানিস্টার 
বিশেষ মেনুতে পাবেন পুলড চিজ হার্ট ক্যান্ডি, মুর্গ শোলা কাবাব,  র‌্যাপচার-ক্রিমি ট্রিপলড লেয়ার লাসানিয়া, সুইট সারেন্ডার, ব্লুবেরি চিজকেক ইত্যাদি। দু’জনের জন্য খাওয়ার খরচ ১৬৯৯ টাকা।
প্যাপরিকা গুর্মে
বিশেষ সুস্বাদু খাবারের সম্ভারে থাকবে চুরোস, স্ট্রবেরি চিজকেক, চেরি চকোলেট কেক ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১৫০০ টাকা, কর অতিরিক্ত।
হার্ড রক কাফে
হার্ড রক কাফের মেনুতে থাকছে হট ফাজ ব্রাউনি, নিউ ইয়র্ক চিজকেক, হোমমেড অ্যাপল কবলার, হ্যারিকেন, প্যাশন ফ্রুট মাই তাই, রিদম অ্যান্ড রোজ মুলে ইত্যাদি। খরচ মোটামুটি ১৮০০ টাকা, কর অতিরিক্ত। 
রেড ল্যান্টার্ন
১৪ ফেব্রুয়ারি বিশেষ মেনুতে থাকছে মোমো, রাইস বা নুডলস, এগ চিকেন চাউমিন, চিলি পনির, মাশরুম চিলি চিকেন, ক্লাসিক চিকেন মোমো, কর্ন অ্যান্ড চিজ মোমো, চিকেন পেরিপেরি মোমো, স্টিমড মোমো, ভেজ সেচুওয়ান মোমো ইত্যাদি। খরচ ১৬৫ টাকা।
বলরাম মল্লিক
এখানে পাবেন রকমারি মিষ্টির সম্ভার। রয়েছে সুইটহার্ট সন্দেশ, স্ট্রবেরি রসমালাই, স্ট্রবেরি লাভা, রোজ ক্রিম, স্ট্রবেরি জলভরা, গোলাপ পট্টি সন্দেশ, চকোলেট এক্সেস ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ৩০০ টাকা, কর অতিরিক্ত।

11th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ