বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

হাইড্রেটিং ফেসিয়াল

পুজোর সময় এল আরও কাছে। এইবেলা যত্ন  না করলে পুজোর দিনে ত্বক জেল্লা দেবে কীভাবে? অ্যারোমাথেরাপিস্ট ব্লসম কোচর-এর সঙ্গে কথায় অন্বেষা দত্ত।

ফেসিয়াল ত্বকের যত্নের অঙ্গাঙ্গী অংশ। সাধারণ ফেসিয়াল তো অনেক করেছেন। হাইড্রেটিং ফেসিয়ালের কথা কি শুনেছেন? এখন আপনার প্রয়োজন অতিরিক্ত যত্ন। হাইড্রেট করা বলতে আমরা বুঝি জলীয়ভাব বা আর্দ্রতা রক্ষা করা। এই ফেসিয়ালও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার কাজটি করে সুনিপুণভাবে। এর মাধ্যমে এক্সফোলিয়েট করে ত্বককে আরও মসৃণ করা হয়। মুখ থেকে বলিরেখা দূর করে ত্বককে সবরকম ক্লান্তি বা চাপমুক্ত হতে সাহায্য করে হাইড্রেটিং ফেসিয়াল। ত্বক এতে আরও মজবুত হয়, ঔজ্জ্বল্য বাড়ে। ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো হয়। ত্বককে ক্ষতিকর প্রভাব থেকেও মুক্ত করে এটি। নারী-পুরুষ যে কেউ এই ফেসিয়াল থেকে উপকৃত হবেন। এই ফেসিয়াল ত্বকের অন্দরের কোষগুলিকে স্টিমুলেট করে কোলাজেন ও ইলাস্টেনকে পুষ্ট করে, নতুন কোষ তৈরি করে, কোষে জলের ভারসাম্য রক্ষা করে। চারূপমার পাঠকদের এ ব্যাপারে দিশা দেখালেন ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন অ্যারোমাথেরাপিস্ট ব্লসম কোচর। 

হাইড্রেটিং ফেসিয়াল কেন দরকার? এতে বিশেষ কী থাকে?  
ত্বকের জন্য এটা আধুনিক যত্ন বলতে পারেন। ত্বকের আর্দ্রতা পুরোপুরি বজায় রাখার জন্য এটি বিশেষভাবে তৈরি। এই ধরনের ফেসিয়ালে ত্বক হয় আরও নরম, টানটান এবং তরতাজা। যাদের ত্বক শুষ্ক অথবা স্পর্শকাতর, তাদের জন্য অত্যন্ত উপযুক্ত এই ফেসিয়াল। স্পর্শকাতর ত্বকে এই ফেসিয়াল করলে একটা আরামদায়ক অনুভূতি পাবেন। ত্বক যেন হাঁপ ছাড়তে পারে। রক্ত সঞ্চালনও ভালো হয় এতে। ভিতর থেকে উজ্জ্বলতা আসে। 

কীভাবে করা হয় এই ফেসিয়াল, একটু বিশদে যদি বলেন।
ত্বকের পুষ্টি হবে এমন সব উপকরণ থাকে এই ফেসিয়ালে। এর সঙ্গে যোগ করতে পারেন হ্যালুরোনিক অ্যাসিড, সেরামাইডস, অ্যালোভেরা, মধু, শসা। এগুলোর প্রত্যেকটিই ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা বাড়ানোর ক্ষমতা রাখে। ফেসিয়ালের শেষে ত্বকের ধরন মেনে হাইড্রেটিং, ভারী ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যেসব ময়েশ্চারাইজারে শিয়া বাটার, সেরামাইডস এবং তেল থাকে, বেছে নিন তেমন কিছু। এগুলো ময়েশ্চারের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। 

এই ফেসিয়াল করানোর জন্য কোনও বয়সসীমা আছে?
না, এর জন্য সেভাবে কোনও বয়সসীমা নেই। তবে আপনার ত্বকের ধরন, তার সমস্যা ইত্যাদি বুঝে সিদ্ধান্ত নিতে হবে এই ফেসিয়াল করাবেন কি না। 

এই ফেসিয়াল স্যালঁয় করানো উচিত না নিজে বাড়িতেই করা সম্ভব?
বাড়ি কিংবা স্যালঁ যে কোনও জায়গায় করা যেতে পারে। স্যালঁয় করালে খেয়াল রাখবেন, যেসব মেটিরিয়াল দিচ্ছে সেগুলো যেন যথাযথ হয়। এছাড়া ডিপ ক্লেনজিং-এর জন্য সময় মেনে প্রফেশনাল ফেসিয়াল যদি করানো আপনার রূপরুটিন হয়, তাহলে ত্বকের আর্দ্রতা এমনিতেই বজায় থাকে। বাড়িতেও নিয়মিত ত্বকচর্চার সঙ্গে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করতে পারেন।    

এর থেকে কোনও সাইড এফেক্ট-এর সম্ভাবনা নেই তো?
এমনিতে হাইড্রা ফেসিয়াল খুবই সেফ। যদি কারও ত্বকে জ্বালাভাব বা লালচেভাব দেখা যায়, বুঝতে হবে কোনও একটি উপাদান তার স্যুট করছে না। 

পুজোর আগে কোনও বিশেষ পরামর্শ?
উৎসবের মরশুমের জন্য তৈরি হওয়ার ক্ষেত্রে স্পেশাল বডি স্পা খুব  ভালো একটা উপায়। সারা শরীরের যত্ন একেবারে সারা হয়ে যায় এতে। ত্বকে যেন পুনরুজ্জীবন ঘটে। অ্যারোমাথেরাপি মাসাজ এক্ষেত্রে ভাবতে পারেন। এসেনশিয়াল অয়েল দিয়ে যে মাসাজের চল রয়েছে তার মতোই উপকার পাবেন। মন ভালো করা সুবাস আর তেলের ঔষধি গুণে সারা দেহ অনেকটা আরাম পায়। স্ট্রেস কমে। অনেক বেশি সতেজ ভাব আসে। পুজো বা যে কোনও উৎসবের জন্য দারুণভাবে তৈরি করা যায় নিজেকে।

16th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ