বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

গোল দিল  গোলাপি

বার্বির মতো সাজ কেমন ভাবে সম্ভব? লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।

বয়স খুব বেশি নয়। খাতায় কলমে ৬৪। কিন্তু স্লিম ট্রিম রেখেছে নিজেকে। তার নীল চোখের মায়া, আর পোশাকের গোলাপি রঙে আজও মুগ্ধ গোটা বিশ্ব। কে বলুন তো? বার্বি ডলের কথা হচ্ছে। মার্কিন ব্যবসায়ী রুথ হ্যান্ডলারের হাত ধরে ১৯৫৯-এ অর্থাৎ ৬৪ বছর আগে তার প্রথম আত্মপ্রকাশ। তারপর থেকে কখনও পোশাকের ধরন বদলেছে, কখনও বা হেয়ার স্টাইল। তবে পোশাকের রঙে গোলাপির আধিপত্য বরাবরই। বার্বির ফ্যাশন সেন্স আলোচনায় থাকে বরাবর। তা আবার ওয়ার্ডরোবে ফিরতে চলেছে পরিচালক গ্রেটা গেরউইগের ‘বার্বি’র হাত ধরে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবি। মার্গট রবির অভিনয় প্রশংসিত হচ্ছে। পাশাপাশি তাঁর বার্বিসম সাজ ফের ট্রেন্ডিং। যাকে  বলে ‘বার্বিকোর’ ট্রেন্ড।
পর্দার নায়িকাদের দেখে সেই স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার চল পুরনো। বার্বি মানে এখন শুধু শিশুর খেলনা নয়। তা এখন ফ্যাশন সচেতন মহিলামহলেরও চর্চার বিষয়। এই আল্ট্রা ফেমিনিন স্টাইল এখন কলেজপড়ুয়া থেকে চাকুরিরতা মধ্যবয়সি— নিজের চেহারা, পেশা, বয়স অনুযায়ী কাস্টমাইজ করে নিচ্ছেন।
ডিজাইনার সৈকত বন্দ্যোপাধ্যায়ও বিষয়টির সঙ্গে একমত। তিনি মনে করেন, সবাই এখন বার্বি নিয়ে প্রচণ্ড মাতামাতি করছেন। ভারতীয় মহিলারাই বা বাদ যাবেন কেন? ডিজাইনারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ‘সবার আগে দরকার আত্মবিশ্বাস। নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে আমরা যে কোনও পোশাকই ক্যারি করতে পারি। গোলাপি সব সময় মেয়েদের পছন্দের। কিন্তু বার্বি বললেই যেন প্রথমে মনে হয় ছোট্ট মেয়েটির পাঁচ বছরের জন্মদিনে বার্বি ড্রেস পরানো। বা একটা গোলাপি ফ্রেমের চশমা পরা। এখন সেটাকে ভেঙে দেওয়া যেতেই পারে।’
বার্বিকোর ট্রেন্ডের আসল অর্থ কী? এ হল নারীর ক্ষমতার উদ্‌যাপন। নিজেকে ভালোবাসা এবং নিজে যেমন তেমনভাবেই গ্রহণ করতে শেখা। এ যেন সাধারণ জীবনের মধ্যেই অসাধারণ হয়ে ওঠার গল্প। প্রত্যেকের মধ্যেই কিছু বিশেষত্ব থাকে। তাকে খুঁজে বের করার আহ্বান জানায় এই গোলাপি রং। নিজেকে প্রকাশ করার মাধ্যমে থাকুক স্বাতন্ত্র্য, এটাই শেখায় ৬৪ বছরের ওই একরত্তি পুতুল। কানে কানে যেন বলতে চায় নিজেদের মতো করে সব মহিলারাই বার্বি। শুধু সেই পথটা খুঁজে নিতে জানতে হবে। 
এই খুঁজে নেওয়ার পথ বাতলে দিতে পারেন একজন বিশেষজ্ঞ। সেই পরামর্শই দিলেন সৈকত। তাঁর কথায়, ‘বার্বি ড্রেস বা বার্বি রঙা পোশাক পরলেই আমাকে বার্বির মতো দেখতে হবে, সেটা যেন কারও মনে না হয়। আমি আমার মতো থেকেও থিমটা প্রেজেন্ট করতে পারি। যেমন একটা বেবি পিঙ্ক শাড়ি, তার সঙ্গে হট পিঙ্ক চশমার ফ্রেম পরুন। সনাতন সাজেও থাকল আধুনিক মিশ্রণ। আবার বার্বি পিঙ্ক গাউন, কামিজ পরলেও তা কীভাবে পরছি, সঙ্গে অ্যাক্সেসরিজ একটু মাথায় রাখতে হবে।’
বলিউড সেলেবরা বহুদিন আগে থেকেই বার্বি পিঙ্ক থিমে সাজ পছন্দ করেন। সম্প্রতি হলিউডের ছবি ‘হার্ট অব স্টোন’-এর প্রোমোশনে আলিয়া ভাট পরেছিলেন বার্বি পিঙ্ক স্যাটিন স্কার্ট এবং ওভারসাইজড ব্লেজার সঙ্গে ছিল সফট পিঙ্ক ন্যুড মেকআপ। আবার জাহ্নবী কাপুরকে পিঙ্ক সারারা ড্রেস, মিনি ড্রেস, সুইমওয়্যারে দেখা গিয়েছে। দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা বেবি পিঙ্ক সারারা সেট বা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় লুক শেয়ার করেছেন। এই তালিকায় রয়েছেন সারা আলি খান, কিয়ারা আদবানি, অনন্যা পাণ্ডেও। তবে বার্বি পিঙ্ক শুধুই মেয়েদের জন্য, এমন ভাবলে ফ্যাশনের পাঠ নতুন করে নিতে হবে আপনাকে। উদাহরণ রয়েছে হাতের নাগালেই। গোলাপির বড় অনুরাগী রণবীর সিং। বার্বি পিঙ্ক প্যান্ট স্যুট, ফ্লোরাল ডিজাইনে সাজতে দেখা গিয়েছে নায়ককে।
আপনার জন্য কোনটা আদর্শ, তা বেছে নিন এবার। বার্বি পিঙ্ক রং ট্রাই করতে পারেন প্রত্যেকেই। সৈকত বললেন, ‘যাঁদের চেহারা ভারী তাঁদের জন্য প্লিটেড ড্রেস ভালো। দেখতে হবে পোশাক যেন ফ্লেয়ারি না হয়। শাড়ি পরলে বেছে নিন শিফন বা জর্জেট। ভীষণ ভালো দেখাবে। অর্থাৎ কাপড় যেন গায়ের সঙ্গে লেগে থাকে। ওভারসাইজড মহিলারাও আজকাল নানারকম পোশাক ভীষণ ভালো ক্যারি করতে পারেন। চেহারার গঠন আর বাধা নয়। খুব রোগা হলে সুতির কিছু পরুন। যাতে ত্বক খুব একটা দেখা যাবে না। আর ফোলা ফোলা থাকলেও একটা পুতুল-পুতুল এফেক্ট আসবে।’
সামনে পুজো। বার্বি এফেক্ট সেখানেও ট্রেন্ডে থাকবে। পুজোর শপিংয়ে তাই অন্তত একটা গোলাপি পোশাক এবার রাখতেই পারেন।  

29th     July,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ