বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

বিভাজনের   বহুরকম

ছোট ঘর ভেঙে দু’টুকরো করতে চান? আধুনিক পার্টিশনে ঘরের ভোল বদলে ফেলুন নিমেষেই।

ঘরভাগ কি ভালো? এক্ষেত্রে আমাদের উত্তর হল হ্যাঁ, ভালো। কেন বলুন তো? ছোট্ট একটা এক কামরার ফ্ল্যাট হোক বা আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট, রান্নাঘরের ধোঁয়া থেকে বসার ঘরকে আলাদা করতে বিভাজন সবক্ষেত্রেই প্রয়োজন। তাছাড়া এখনকার বড় দুই বা তিন কামরার ফ্ল্যাটেও তো ড্রইং কাম ডাইনিং মিলিয়ে প্রশস্ত জায়গা জুড়ে থাকে লিভিং রুম। এদিকে বাঙালির ঝালে-ঝোলে-অম্বলে খাবার ঘরের থেকে সুসজ্জিত বসার ঘরকে একটু আলাদা না করলেই নয়। সেখানেও ওই একই বিভাজনের প্রয়োজন। এই দীপাবলির আগে একটু অন্যভাবে সাজিয়ে তুলতে পারেন আপনার গৃহকোণ। প্রশ্ন হল কেমন হবে সেই বিভাজন বা রুম পার্টিশন? ইন্টিরিয়র ডিজাইনার তৃণা সমাদ্দার জানালেন, একটা সময় ছিল যখন একটা বড় বইয়ে র‌্যাক মাঝখানে রেখে দিব্যি এঘর ওঘর ভাগ করে ফেলত বাঙালি। কিন্তু ক্রমশ সেই ডিজাইন পুরনো হয়ে গেল। তখন কাঠের জাফরিদার নকশাকাটা পার্টিশনের চল উঠল। তবে রান্নাঘরের সঙ্গে বসার ঘরকে আলাদা করার ক্ষেত্রে এই স্টাইল খুব একটা ভালো নয়। বরং সেখানে ‘গ্লাস পার্টিশন’ ব্যবহার করা ভালো। এই ধরনের পার্টিশনের আবার বিভিন্ন ধরন হয়। ফ্রস্টেড গ্লাসের উপর ফ্লোরাল বা জিওমেট্রিক নকশা কাটা গ্লাস পার্টিশন ব্যবহার করতে পারেন। তবে এখন যেটা সবচেয়ে প্রচলিত, তা হল অ্যাকুয়া পার্টিশন। এক্ষেত্রে দু’টি পাতলা কাচের আস্তরণের মাঝে লিকুইড জেল ভরা থাকে। দেখে মনে হবে বুঝি জল। তাতে রংবেরঙের সামুদ্রিক ফুল, পাতা, গাছ ইত্যাদি ভাসিয়ে দিতে পারেন। বলাই বাহুল্য সেসব কৃত্রিম। অথবা নীচ থেকে আলো লাগিয়ে তাতে আনতে পারেন রঙিন আভা। এছাড়া রয়েছে স্বচ্ছ বা সাদা ফ্লোরাল স্ক্রিন পার্টিশন। সিলিং থেকে ঝুলিয়ে দিলে তা একাধারে পর্দা এবং পার্টিশন দুইয়েরই কাজ করবে। অনেকে আবার স্ট্রিং পার্টিশন ভালোবাসেন। কাঠের, ক্রিস্টালের, সুতোর এবং মুক্তোর স্ট্রিং পার্টিশন কিনতে পারেন। যে কোনও ইন্টিরিয়র ডিজাইনার স্টোরে এই ধরনের পার্টিশন পাবেন। সুতোর স্ট্রিং হলে একই ঝুলের সমান্তরাল পার্টিশন বাছতে হবে। দেখলে মনে হবে পর্দা ঝুলছে। মুক্তো বা ক্রিস্টাল হলে পছন্দ অনুযায়ী বড় থেকে ছোট, ছোট থেকে বড় বা দু’দিকে বড় আর মাঝে ছোট— এমন বিভিন্ন আকার ও নকশার পার্টিশন পাবেন। কাঠের স্ট্রিং পার্টিশন হলে ঘরটা খুবই উজ্জ্বল লাগবে। উজ্জ্বল রং চাইলে ব্রিক পার্টিশনও করতে পারেন। সিন্থেটিক ইটের তৈরি এই পার্টিশনগুলো বিভিন্ন রঙে পাবেন। তবে এগুলো সাধারণত হাফ পার্টিশন হিসেবেই ব্যবহৃত হয়। বৈচিত্র আনতে এই ধরনের পার্টিশনের গায়ে নিজের হাতের আঁকা ছবি, ওয়াল ডেকরেশন প্লেট ইত্যাদিও লাগাতে পারেন। একটু ফর্মাল লুক দিতে চাইলে কাঠের ফ্রেমে কাচের স্ল্যাব লাগানো পার্টিশন ব্যবহার করুন। এক্ষেত্রে কাচ স্বচ্ছ হওয়া চাই। না হলে ভালো লাগবে না। বাজারচলতি বিভিন্ন পার্টিশনের সঙ্গে নিজের কল্পনার রং মিশিয়ে দেখুন ঘর ভিন্ন মাত্রা পাবে।

15th     October,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ