বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

মডেল: কৌশাম্বী চক্রবর্তী, দিয়া মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পাল, ছবি: অরিজিৎ দত্ত, শুভাশিস পাচাল, পোশাক: রাহুল সর্দার, আয়োজক: মধুরিসা শীল, ব্যবস্থাপনা: রাজ বন্ধন, মেকআপ: মল্লিকা দাস, সুপ্রভা দাস, পম্পা, গ্রাফিক্স : সোমনাথ পাল

মধুময় 
রূপ রুটিন

রূপচর্চায় কীভাবে কাজে লাগাবেন মধু? রূপ বিশেষজ্ঞা কেয়া শেঠ পরামর্শ দিলেন। লিখেছেন স্বরলিপি ভট্টাচার্য।

ঘুম ভাঙা সকালে গরম জলে পাতিলেবু আর মধু। বেলা গড়াতে লিকার চা, সঙ্গে সেই মধু। বিকেলের চায়েও চিনি বাদ পড়েছে অনেকদিন। সুগার ফ্রি-তেও মন ভরে না। তাই মধুই ভরসা। আবার কেতাবি রান্নাতেও উপকরণ হিসেবে মধু এখন মধ্যবিত্ত সংসারের নিত্যসঙ্গী। কয়েক বছর আগেও শীতকালে মধু এন্ট্রি নিত মাসকাবারির লিস্টে। বছরভর তার আর তেমন কদর ছিল না। কিন্তু এখন উল্টো চিত্র। বছরভর মধুতে ভরসা। নিত্যদিনের রূপচর্চাতেও তা কাজে লাগাতে পারেন 
নিয়ম মেনে।

মুখে মধু
প্রাকৃতিক উপাদানে রূপচর্চায় প্রথম থেকেই বিশ্বাস রেখেছেন রূপবিশেষজ্ঞ কেয়া শেঠ। তাঁর কথায়, ‘আমাদের জীবনের শুরু থেকে মধু। কারণ একটি শিশু যখন জন্মায়, প্রথম খাবার হিসেবে মধু দেওয়া হয়। মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি রয়েছে। ভীষণভাবে প্রাকৃতিক ময়শ্চারাইজার। প্রাকৃতিক খনিজ, প্রোটিন মধুতে থাকার জন্য এর ব্যবহারে ত্বক, চুল খুব ভালো হয়। নতুন চুল গজাতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল হয়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ত্বকের যাবতীয় সমস্যা নির্মূল করে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকে বলিরেখা থাকলে, অনুজ্জ্বল হয়ে গেলে মধু উপকারী।’ 

সব ত্বকে উপকারী
মধু লাগালেও ভালো, খেলেও ভালো। কেয়া জানালেন, মধু অ্যান্টিসেপ্টিকেরও কাজ করে। কেটে গেলে, পুড়ে গেলে সেই জায়গায় মধু লাগানো যায়। কারও হয়তো ব্রণ হয়েছে, সারছে না, সেখানেও মধু ব্যবহার করা যায়। তৈলাক্ত ত্বকে মধু যেমন ভালো, তেমনই রুক্ষ্ম, শুষ্ক ত্বকেও মধু সমানভাবে উপকারী। শিশু হোক বা বয়স্ক সকলেই মধু ব্যবহার করতে পারে। যে কোনও প্যাকের সঙ্গে মধু মিশিয়ে লাগাতে পারেন। আবার সরাসরি ত্বকেও মধু লাগানো যায়। তিনি বললেন, ‘ধরুন, কোনও অনুষ্ঠানে যাবেন, তার আগে মনে হচ্ছে ত্বক খুব অনুজ্জ্বল। ক্লান্ত লাগছে। মধু নিয়ে সারা মুখে লাগিয়ে ফেলুন। ১৫ মিনিট রেখে প্রথমে উষ্ণ গরমজল তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিলে সঙ্গে সঙ্গে ফ্রেশ লাগবে। ফেসিয়াল করা ত্বকের মতো দেখতে লাগবে।’

মধুর আসল নকল
কেয়া জানালেন, মধু দু’ভাবে ব্যবহার করা যায়। ‘আমরা যে মধু খাই সাধারণত সেটা মিষ্টি মধু। আসল মধু মিষ্টি হয় না। মৌচাক থেকে যখন মধু বেরয়, তা কিন্তু মিষ্টি থাকে না। আসল মধু ব্যবহার করতে পারলে সব সময়ই তা ভালো। সেটা রোগা হতেও সাহায্য করে। একজন রোগা মানুষকে ফ্যাট বাড়ানোর জন্য যেমন মধু খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তেমনই একজন মোটা মানুষকেও গরমজল বা লেবুর সঙ্গে মিশিয়ে মধু খাওয়ার পরামর্শ দেওয়া হয় রোগা হওয়ার জন্য’, বললেন তিনি। তাঁর পরামর্শ, একদম ছোট্ট বয়স থেকেই মায়েরা শিশুর ত্বকে সরাসরি মধু ব্যবহার করতে পারেন। তবে সেটা আসল মধু হতে হবে। এখন মধু বলে অনেক কিছু পাওয়া যায়। সেটা কেনার আগে দেখে নিতে হবে। আসল মধু কি আদৌ পাওয়া সম্ভব? কেয়া বললেন, ‘মধু অনেক রকমের হয়। হিমালয়ের যত জড়িবুটি আছে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ মধু হিসেবে গণ্য করা হয়। লিচুর মধু, আমের মধু, সরষে ফুলের মধু হয়। বিভিন্ন ফল বা ফুল অনুযায়ী মধু হয়। তাদের আলাদা রং, আলাদা স্বাদ, আলাদা গুণ রয়েছে। মৌমাছি কোন বাগানে আছে, কোথায় চাক তৈরি হচ্ছে, সেটা অনুযায়ী মধু তৈরি হয়। যারা চাষ করেন, তারা এভাবেই করেন। প্রত্যেকটা রূপচর্চায় কাজে লাগে। নির্ভরযোগ্য জায়গা থেকে কিনতে হবে।’

গুণাগুণ
মনে রাখবেন, মধু নিজে প্রিজারভেটিভ। মধুর সঙ্গে যে কোনও হার্বস, ভেজিটেবল বা ফল মেশালে সেটা স্টোর করা যাবে না। যে কোনও প্যাকে মধু মেশাতে হবে লাগানোর ঠিক আগে। শুধু ত্বক নয়, দাঁত, চুল, নখের জন্য মধু ভালো। কেয়া জানালেন, টানা নেলপলিশ পরতে পরতে অনেক সময় নখ খসখসে হয়ে যায়। স্বচ্ছ ব্যাপারটা থাকে না। কারও নখ ভঙ্গুর। নখের পাশের চামড়া উঠে যায়, সেসব জায়গাতেও সরাসরি মধু লাগাতে পারেন। হাতের তালুতে কয়েক ফোঁটা মধু নিয়ে সরাসরি ত্বকে মাসাজ করা যায়। বয়স্করাও সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন। ট্যানও রিমুভ করে। আবার খুশকিতে মধু কার্যকরী। লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে প্যাক লাগান চুলে। ৩০ মিনিট রেখে ভালো কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে খুশকি দূর হয়। ‘সুন্দর ঝলমলে চুল পেতে মধু ব্যবহার করতে পারেন। মধুতে গ্লুকোজ অক্সিডেন্ট এনজাইম রয়েছে। সেটি বেশি সময় ধরে চুলে লাগিয়ে রাখলে এনজাইম ধীরে ধীরে হাইড্রোজেন পারঅক্সাইড নিঃসরণ করবে। যাতে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। একমাত্র মধুই হল প্রাকৃতিক ডিপ ময়েশ্চারাইজার। আসল মধু সরাসরি না পেলে মধু মিশ্রিত প্রোডাক্টও ব্যবহার করতে পারেন। সেটা ফেসওয়াশ, শ্যাম্পু, স্ক্রাবার হতে পারে। মৌমাছির চাক ভেঙে স্ক্রাবার তৈরি হয়। সেটা ত্বকের জন্য ভীষণ ভালো’, বললেন তিনি।  

রকমারি প্যাক
১) মধুর সঙ্গে দুধ বা দুধের সর মিশিয়ে ব্যবহার করা খুব ভালো। মুখ এবং সারা গায়ে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে একটু ময়দা মিশিয়ে নিয়ে স্ক্রাব করতে পারেন। ত্বকের যেসব অংশ খুব স্পর্শকাতর অর্থাৎ আন্ডারআর্মস, ইনার থাই, চোখের তলায় সরাসরি মধু ব্যবহার করুন। 
২) স্ট্রেচ মার্ক থাকলে যে কোনও ভেজিটেবল অয়েলের সঙ্গে মধু মিশিয়ে লাগাতে পারেন। জোজোবা অয়েল, অলিভ অয়েলের সঙ্গেও মধু মিশিয়ে লাগাতে পারেন।
৩) কয়েক কোয়া রসুনের সঙ্গে হাফ চামচ হলুদ এবং এক চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। প্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতিটি উপাদানই প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিভাইরাল উপাদানে সমৃদ্ধ। ফলে ত্বকে দাগ, ছোপ নির্মূল করতে সাহায্য করে।
৪) ডিমের সাদা অংশের সঙ্গে মধু মেশানো প্যাক ত্বকের যথাযথ টোনিং করতে সাহায্য করে।
৫) এক চামচ মধু, এক চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে তুলে ফেলুন। এতে মুখের অবাঞ্ছিত রোম নির্মূল করা যাবে। এই প্যাক রোমকূপের ভিতর থেকে তেল, ময়লা সহজে বের করতে সাহায্য করে।  ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকলে মধু ব্যবহার করলে উপকার পাবেন।
যে কোনও ত্বকে, যে কোনও বয়সে মধু ভালো। মিশরে ফারাওদের শেষ যাত্রাতেও মধু ব্যবহার করা হতো। অর্থাৎ এর ব্যবহার সুপ্রাচীন। এবার আপনার রূপ রুটিনও মধুময় হয়ে উঠুক। 

8th     October,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ