বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

মডেল: কৌশাম্বী চক্রবর্তী, দিয়া মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পাল, ছবি: অরিজিৎ দত্ত, শুভাশিস পাচাল, পোশাক: রাহুল সর্দার, আয়োজক: মধুরিসা শীল, ব্যবস্থাপনা: রাজ বন্ধন, মেকআপ: মল্লিকা দাস, সুপ্রভা দাস, পম্পা, গ্রাফিক্স : সোমনাথ পাল

লক্ষ্মী ছানা

লক্ষ্মীপুজোর আগের দিনে খুদে লক্ষ্মীছানাদের ফ্যাশনে চোখ রইল চারূপমায়।  ‘স্টুডিও কাঁচি’ ব্র্যান্ডটি বাচ্চাদের এথনিক ওয়্যারের জন্যই পরিচিত। শিশুদের পোশাক বানাতে কাঁচি চালান রিমা রায়। তিনি বলেন, ‘বাচ্চাদের আরামকে প্রাধান্য দেওয়াই আমার মূল লক্ষ্য। আমাদের এখানকার আবহাওয়ার ধরন যেরকম, তাতে আর্দ্রতা বেশি থাকায় বাচ্চাদের জন্য পিওর কটন মেটিরিয়ালেই নজর দিই। আর সেই পোশাকে থাকে বিশেষ কোনও হ্যান্ড এমব্রয়ডারি যা ভারত তথা বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মোটিফে আসে প্রকৃতি, ভারতীয় পুরাণ কিংবা বাচ্চাদের গল্পের বই থেকে নেওয়া নানা ছবি। যেমন গণেশের কলাবউ, শিবঠাকুর ইত্যাদি সবই।’ বাচ্চাদের এথনিকওয়্যারের মধ্যে আছে ধুতি কুর্তা, রেডি টু ওয়্যার শাড়ি ব্লাউজ, ফ্রক ইত্যাদি। রিমা পুরনো দিনের ফেলে আসা স্মৃতি তুলে ধরতে চান তাঁর কাজে। হাতের বুননে সবটা করতে পছন্দ করেন। প্রয়োজন পড়লে বাচ্চাদের সঙ্গে বড়দের মানানসই পোশাকও করে দিতে পারেন তিনি। ২১ দিনের বাচ্চা থেকে শুরু করে ১৫ বছরের কিশোর কিশোরীদের পোশাক বানিয়ে দিতে পারে স্টুডিও কাঁচি। রিমার কাছে বাচ্চাদের বয়সটা কোনও ফ্যাক্টরই নয়।

8th     October,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ