বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

আটপৌরে ‘শ্রীমতী’ 

আসছে ‘শ্রীমতী’। ছবির কেন্দ্রীয় চরিত্রের লুক ডিজাইন কেমন ছিল? লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।   

যে মেয়েটি রান্না করে, যে মেয়েটি ঘর গোছায়, যে মেয়েটি বাচ্চা সামলায়, যে মেয়েটির অন্য কাউকে দেখে তার মতো হয়ে উঠতে সাধ হয়, ‘শ্রীমতী’ তাদের সকলের। ঢিলেঢালা পোশাকের অলস, আটপৌরে  এ হেন ‘শ্রীমতী’কে দেখে মহিলা, পুরুষ নির্বিশেষে সকলে অনুপ্রেরণা পাবেন, দাবি করলেন পরিচালক অর্জুন দত্ত। প্রধান চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়। 
যে চরিত্র আমাদের সকলের পরিবারে থাকে চিরচেনা হয়ে, যাকে হয়তো আলাদা করে চোখেও পড়ে না, পর্দায় তার লুক তৈরি করা সহজ নয়। অর্জুন বললেন, ‘আধুনিকতা, মহিলার ক্ষমতায়ন মানেই কি শুধু চাকরি করা? পাশ্চাত্য পোশাক পরা? যারা সংসার করতে চায় সেটাও তো ক্ষমতায়ন হতে পারে। শ্রীমতী বলে, যেটা করতে চাইছ, সেটাই করো। শ্রীমতীর খুব সাধারণ লুক রেখেছি। এতটাই সাধারণ যাতে সকলে নিজের সঙ্গে মেলাতে পারেন। সাধারণ মানুষও যে অসাধারণ হতে পারে, হওয়া যায় সেটা নিয়েই এ গল্প।’ 
ছবিতে মূলত ঢলঢলে পাটিয়ালা, সালোয়ার পরে দেখা যায় শ্রীমতীকে। বাড়ির কোনও অনুষ্ঠানে পরনে সেকেলে তাঁত। কিন্তু শিক্ষিত মেয়েটির রুচিবোধ আছে। এ ছবির পোশাক পরিকল্পনা করেছেন পৌলমী গুপ্ত। স্বস্তিকার লুক নিয়ে বললেন, ‘ফোকাসে ছিল, শ্রীমতী খুব সাধারণ। ওর সাজগোজ এমন যাকে রাস্তায়, শপিং মলে, সিনেমাহলে দেখা যায়। লুক খুব রিলেটেবল হতে হবে। স্বস্তিকা নিজে এত গ্ল্যামারাস নায়িকা, কিন্তু তাঁকে তৈরি করতে হবে সাধারণ গৃহবধূ। শ্রীমতীর জামাকাপড় ঢিলেঢালা। খুব চেনা প্রিন্ট। নিজের মধ্যে অনেকেই খুঁজে পাবেন শ্রীমতীকে।’
বাড়িতে ছোট প্রিন্টের কাফতান, বাইরে ওড়না দিয়ে প্রিন্টেড সালোয়ার কামিজ, সাধারণ ঘরোয়া তাঁতের শাড়ি পরেছে শ্রীমতী। পৌলমী জানালেন, চিত্রনাট্য অনুযায়ী এক সময় শ্রীমতীর অন্য কারও মতো হয়ে ওঠার ইচ্ছে হয়। তখন জামাকাপড়, সাজগোজ কিছুটা বদলেছে। একটু স্টাইলিশ চুড়িদার, স্ট্রেট প্যান্ট, জ্যাকেট পরছে সে। ব্যাগও দু’তিন রকম। এ ছবির মেকআপের দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এবং চুলের স্টাইলিং করেছেন নীতা মল্লিক। খুব সাধারণ মেকআপে ছবি জুড়ে দেখা যাবে স্বস্তিকাকে। কারণ দৈনন্দিনে শ্রীমতীদের আর কতটুকুই বা মেকআপের প্রয়োজন হয়? পৌলমী বললেন, ‘প্রায় নো মেকআপ ছিল। আমরা খুঁতগুলো ঢেকে ফেলতে চাইনি। বলিরেখা বোঝা যাচ্ছে। সব খুঁত ঢেকে ফেলার ট্রেন্ড এখন নেই। খুঁতটাই সৌন্দর্য। প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। সব কিছু ঢেকে ফেলবেন কেন? যেটা বেটার ফিচার সেটা হাইলাইট করুন। খুঁত বলে কিছু হয় না।’ 
যাঁরা শ্রীমতীকে দেখে নিজেকে খুঁজে পাবেন তাঁদের জন্য পৌলমীর পরামর্শ, ‘যেটা পরতে ভালো লাগে সেটাই আত্মবিশ্বাস নিয়ে পরুন। হালকা রং, ভারতীয় ব্র্যান্ড পরুন। মাড় ছাড়া হাতে বোনা তাঁতের শাড়ি যেটা মা, ঠাকুরমারা পরতেন। একসময় যেন হারিয়ে গিয়েছিল। আবার সেটার চল তৈরি হচ্ছে।’

4th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ