বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

অফিস ব্যাগের অন্দরে

দিনের বেশিরভাগ সময়টাই কাজের প্রয়োজনে বাড়ির বাইরে কাটে আপনার? সংসার সামলে সপ্তাহে অন্তত দিন ছয়েক এটাই রুটিন। ব্যাগে করে প্রায় গোটা সংসার নিয়ে বেরিয়ে পড়েন অনেক মহিলা। ভারী ব্যাগ বয়ে চলার পরিশ্রম তাঁদের নিত্যসঙ্গী। সেই অভ্যেস বদলে ফেলুন। ব্যাগে থাকুক প্রয়োজনীয় জিনিস। ব্যক্তিভেদে প্রয়োজন বদল হয়। কিন্তু সাধারণ কিছু জিনিস সকল কর্মরতার ব্যাগেই থাকা ভালো। পাঁচ আবশ্যকের তালিকা দিলাম আমরা। ব্যাগ গোছানোর আগে লিস্ট মিলিয়ে নিন।  
হার্ড ক্যাশ
এখন তো কার্ডের যুগ। এমনকী কার্ড না থাকলেও শুধুমাত্র মোবাইলে টাকা দেওয়া, নেওয়া করে দিনভর আপনি বিভিন্ন কাজ সেরে বাড়ি ফিরতে পারেন। কিন্তু যন্ত্রের যন্ত্রণা তো অস্বীকার করার কোনও উপায় নেই। তাই কিছু টাকা ব্যাগে রাখুন। যা হতে পারে আপনার বিপদের সঙ্গী।
চার্জার
মোবাইল হোক বা ল্যাপটপ চার্জার ব্যাগে নিতে ভুলবেন না। সম্ভব হলে পাওয়ার ব্যাঙ্কও সঙ্গে রাখুন। কারণ এসব ছাড়া বাকি দুনিয়ার সঙ্গে এখন যোগাযোগ অসম্ভব। কোনও সমস্যা হলেও যাতে অন্তত যোগাযোগটুকু করতে পারেন, সে পথ খোলা রাখা চাই।
মেকআপ কিট
অফিস ফেরত বন্ধুদের আড্ডা, অফিস পার্টি, বিয়েবাড়ি যাওয়ার লিস্ট লম্বা। জমায়েত বুঝে মেকআপ সেরে নিতে হবে অফিসেই। তাই ন্যূনতম মেকআপ সরঞ্জাম ব্যাগে রাখা আবশ্যক। সঙ্গে রাখুন পছন্দের পারফিউম। বৃষ্টিতে ভিজে বা রোদে ঘেমে অফিস ঢুকলে সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচাবে আপনাকে। রোদের দিনে দরকারে থাক সানগ্লাসও। 
বিজনেস কার্ড
দিনভর কাজের প্রয়োজনে নানা মানুষের সঙ্গে আলাপ হয়। অফিসে কেউ দেখা করতে এলেন, অথবা আপনি গেলেন ক্লায়েন্ট মিটিংয়ে। এসব ক্ষেত্রে সদ্য পরিচিত লোকজনকে আপনার বিজনেস কার্ড দিলে ভবিষ্যতে যোগাযোগ সুবিধের হবে। আর সেটাই একজন পেশাদারের কাজ। তাই কিছু বিজনেস কার্ড অফিস ব্যাগে রেখে দিন। প্রয়োজনে কাজে লাগবে। 
ওষুধের বাক্স
নিয়মিত যদি কোনও ওষুধ খাওয়া আপনার রুটিন হয়, তা তো ব্যাগে থাকবেই। পাশাপাশি জ্বর, বমি, মাথাব্যথা, পেট খারাপের মতো সমস্যার ওষুধও ব্যাগে রাখুন। অবশ্যই এই তালিকায় থাকবে স্যানিটারি ন্যাপকিনও। আর হাল আমলে অবশ্যই স্যানিটাইজার। মুখশুদ্ধি, পছন্দের লজেন্সও রাখুন এই বাক্সেই। 

21st     May,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ