বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

একাল সেকালের
ফ্যাশন

আসছে ‘কিশমিশ’। দেব, রুক্মিণীকে কেমন সাজানো হয়েছে? আপনি এ লুক কীভাবে করবেন? লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।

কোঁকড়া চুলের ছেলে। গোল চশমার ছায়ায় বুদ্ধিদীপ্ত চোখ। লম্বা চুলের কলেজ পড়ুয়া মেয়েটির সঙ্গে খুনসুটি চলে অহরহ। এ হল এখনকার গল্প। এবার পিছিয়ে যাওয়া যাক কয়েক দশক আগে। সাদা-কালো ছবির যুগ। সেই জুটিই প্রেমে মশগুল, ফ্রেমে। অথবা সরস্বতী পুজোয় রং মিলিয়ে বাসন্তী সাজ। এ সব নিয়েই আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। আসছেন দেব ও রুক্মিণী মৈত্র। কেমন ভাবে সাজানো হয়েছে ছবির মুখ্য দুই চরিত্রকে? 

১০৭ কেজি থেকে ওজন কমে ৭৩
রাহুলের কথায়, ‘আমার কাছে চ্যালেঞ্জ ছিল বয়স। দেবদা একটা নির্দিষ্ট বয়সে রয়েছে। ও সুপারস্টার। ছবিতে একটা চরিত্রের বয়স ৩০-৩১। সেটা ও করতে পারবে জানতাম। আর একটু বেশি বয়সের একটা চরিত্র আছে, সেটাও পারবে। কিন্তু কলেজ পড়ুয়ার চরিত্রে কি অন্য কাউকে ভাবব? আমাকে হেসে ও বলেছিল, ‘আমাকে একটু সময় দে’। তখন ‘গোলন্দাজ’-এর শ্যুটিং চলছে। ওঁর ওজন ১০৭ কেজি। আমি ভাবতাম, কী করে করবে? আড়াই মাসের মধ্যে ৭৩ কেজি ওজন করে ফেলেছিল।  সম্পূর্ণ খাওয়া ছেড়ে দিয়েছিল। চিন্তায় পড়ে গিয়েছিলাম। বলেছিল, ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলেই করেছে।’ 

রেফারেন্স দিলেন মায়েরা
এ ছবির পোশাক পরিকল্পনার দায়িত্ব সামলেছেন সৃজনী চক্রবর্তী। তিনি জানালেন, চরিত্র অনুযায়ী দেবের তিনটে লুক। রুক্মিণীর দুটো। একটা এখনকার। আর একটা আটের দশকের লুক। তিনি বললেন, ‘ওই সময়ে আমার মা, রুক্মিণীর মা কলেজে পড়তেন। সেই সময় মেয়েরা কেমন সাজত, কী ধরনের ফ্যাব্রিক, কী রং, কী প্রিন্ট ব্যবহার হত, সেটা বুঝতে ওরাই আমাকে সাহায্য করেছে।’ তখন জর্জেট, শিফনের চল ছিল। ফ্লোরাল প্রিন্ট জনপ্রিয় ছিল। সেসব মাথায় রেখেই রুক্মিণীকে পরিয়েছেন শাড়ি, সালোয়ারের মতো পোশাক। আর দেবের ক্ষেত্রে আটের দশকে ছেলেরা কুর্তার সঙ্গে যেমন ট্রাউজার্স পরতেন তেমন পোশাক রেখেছেন। কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনেতার ক্যাজুয়াল লুক। তার টিশার্টেও কিছু আঁকা, লেখা রয়েছে। যা নাকি চরিত্রের সঙ্গে মানানসই। কলেজের দিনে রুক্মিণীর চরিত্র হালকা বোহেমিয়ান বলে জানালেন সৃজনী। মেয়েটির কাজল, সিলভার জুয়েলারির সাজ পছন্দ। আবার কুর্তি, শাড়ি, মর্ডান ড্রেস— সব মিলিয়েমিশিয়ে পরতে ভালোবাসে। 

হ্যারি পটারের চশমা
এ ছবিতে কোনও প্রস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়নি। দেবের কোঁকড়া চুলের লুকে কোনও উইগও ব্যবহার হয়নি বলে জানালেন পরিচালক। ‘দেবদাকে যতটা সম্ভব ন্যাচারাল রাখা হয়েছে। ওর চুলের ধরন একটু কোঁকড়া। আমার মনে হয়েছিল, চুল একটু কোঁকড়া করলে, বয়স কম লাগতে পারে। ভেবেছিলাম চিবুকে হালকা দাড়ি রাখব, হালকা বা কুচি কুচি গোঁফ রাখব, কোনওটাই ভালো লাগেনি। গোল চশমাটা মাথায় অনেকদিন ধরে ছিল। ‘টিনটিন’ নাম, তাই হ্যারি পটার মার্কা চশমা পরাব। কোঁকড়া চুল, ওভারসাইজড টিশার্ট আর হাফপ্যান্ট মিরাকেল হয়ে গিয়েছিল’ বললেন রাহুল। 

ডিউয়ি লুক
এ ছবিতে রুক্মিণীর মেকআপ করেছেন বীথিকা বেনিয়া। দুটো লুকের ক্ষেত্রে দু’রকমের মেকআপ অ্যাপ্লাই করেছেন। তিনি বললেন, ‘আটের দশকের লুকের ক্ষেত্রে উইং আইলাইনার, কপালের উপর দিকে ছোট্ট টিপ, যেটা তখনকার সিগনেচার স্টাইল, এগুলো রেফারেন্স ছিল। সে সময় বেশিরভাগ মেয়েরই লম্বা চুল থাকত। মাঝে সিঁথি করে লম্বা বিনুনি। আর কলেজের চরিত্রে ফ্রেশ, ডিউয়ি, গ্লোয়ি লুক। দেখলে মনে হবে সেকেন্ড স্কিন। মেকআপ বলে মনেই হবে না। অথচ সব থাকবে। কিছু করা হয়নি এই লুকের জন্য আমাদের অনেক কিছু করতে হয়।’

আপনি এমন লুক চাইলে কী করবেন?
রুক্মিণীকে বড়পর্দায় দেখে এমন মেকআপ করার ইচ্ছে তো আপনারও হতে পারে। কী করবেন তখন? বীথিকার পরামর্শ, ‘নো মেকআপ লুকে বেসের ক্ষেত্রে প্রেপ অ্যান্ড প্রাইম ভালো করে করতে হবে। ত্বককে ভালো করে ময়েশ্চারাইজ করতে হবে। তা করলে সেকেন্ড স্টেপটা সহজ হয়ে যায়। আমরা ডিউয়ি বেস ব্যবহার করি। টিন্টেড ফাউন্ডেশন, ময়েশচারাইজার ব্যবহার করতে হবে। প্রেপ অ্যান্ড প্রাইম ঠোঁটের জন্যও দরকার। লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট নরম হবে। এরপর লিপস্টিক লাগালে তা দীর্ঘক্ষণ থাকবে। চোখের ক্ষেত্রে আই প্রাইমার ব্যবহার করুন। চোখ খুব সফট। মেকআপে হাতের ছোঁয়া ফেদার টাচ হতে হবে।’
শুধু মেকআপ নয়। বড়পর্দায় দেব-রুক্মিণীকে দেখে তাঁদের মতো পোশাকও রিক্রিয়েট করার ইচ্ছে হতে পারে দর্শকের। আপনার তেমন অভিপ্রায় থাকলে সহজ উপায় বাতলে দিলেন সৃজনী। তাঁর কথায়, ‘আগে লম্বা বিনুনি ফ্যাশন স্টেটমেন্ট ছিল। মেয়েরা লম্বা চুলের সঙ্গে একরঙা কামিজ, প্রিন্টেড দোপাট্টা দিয়ে পরে পুরনো দিনের সাজ ফিরিয়ে আনতে পারেন। শাড়ির ক্ষেত্রে সলিড কালারের জর্জেট, শিফন পরুন। আর ছেলেরা ট্রাউজার্সের সঙ্গে কুর্তা পরলেই পুরনো দিনের লুক আসে। সঙ্গে গোঁফ রাখতে পারেন।’ আর কী চাই? এবার ‘কিশমিশ’-এ জমে যাক একাল-সেকালের ফ্যাশন।

12th     March,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ