বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

কাঁথা বাটিকের
যুগলবন্দি

পুজো উপলক্ষে বাটিক আর নকশি কাঁথার উপরে কাজ করেছেন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা। বাটিক বরাবরই বাংলার বিশেষত্ব, বললেন তিনি। কিন্তু বাটিকের চেনা মোটিফে বদল ঘটিয়ে কাজ করছেন এবার। আগে যেমন আলপনা জাতীয় নকশা ছিল বাটিকের চেনা ছবি। এখন সে নকশাকে আরও একটু সমসাময়িক ও আধুনিক করতে গ্রামবাংলার যেসব চেনা মোটিফ হয় যেমন পদ্ম, তার পাতা, বা নানারকম পাখি ইত্যাদি শান্তনু নিয়ে এসেছেন সিল্কের উপরে। ছবিতে দেখা যাচ্ছে যে কালো বাটিকের শাড়িটি, সেটি পিওর বিষ্ণুপুরী সিল্ক। তার মধ্যে রেড, পিঙ্ক, ব্লু, গ্রিন ইত্যাদি নানা রঙের সমাহারে পদ্মের মোটিফ সারা শাড়ি জুড়ে। রয়েছে পদ্মপাতাও। ডিজাইনার জানালেন, এ শাড়িতে যা যা রং ব্যবহার করা হয়েছে, তার সবই ভেজিটেবল ডাই। এছাড়া শাড়ির পাড়টিও বেশ ব্যতিক্রমী। শান্তনু জানালেন, পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্যই এই স্পেশাল টাচ রয়েছে পাড়ে। তাঁর কথায়, ‘আমার নিজের মায়ের শাড়িতে দেখেছি এমন কাজ। এটা ঠিক ফ্রিল নয়। ফ্রিল চওড়া এবং অসমান নয়। এটা কিন্তু নিখুঁত কাজে সমানভাবে প্লিট করা রয়েছে বলতে পারেন। আঁচল ঘেঁষে রয়েছে এই প্লিট। এই শাড়ির সঙ্গে যোগ্য সঙ্গত করছে ছেলেদের বাটিকের কাজের কালো পাঞ্জাবি। শান্তনু এই কালেকশনের নাম দিয়েছেন ‘সোলমেট’। তাই আত্মার সম্পর্কের মতোই একই রকম নকশায় জড়িয়ে আছে সিল্কের পাঞ্জাবিটি। শাড়ির দাম ৭ হাজার এবং পাঞ্জাবির মূল্য ৫ হাজার। বাটিকে এরকম আরও নানা রং যেমন লাইম গ্রিন, ইন্ডিগো, পিচ ইত্যাদিতে কাজ করেছেন শান্তনু। পাখি, ফুল, প্রজাপতি সহ গ্রামবাংলার নানা মোটিফ রেখেছেন সেখানে। 
অন্য জুটির (বাঁ দিকে) পোশাকে নকশি কাঁথার সুন্দর কাজ। পুজোর সঙ্গে এমনিতেই নকশি কাঁথার যোগ রয়েছে, বললেন শান্তনু। মাল্টিকালারড সুতোয় গাছি তসর শাড়িতে রয়েছে বাংলার লোকঐতিহ্যের নানা নকশা। আঁচলটি ভরিয়ে রেখেছে চেনা কল্কা। এ শাড়ির পাড়েও রয়েছে গোছানো প্লিট। কুঁচির ওপরের অংশ বাদে পুরো শাড়িতে কাঁথাকাজ ঠাসা। এ শাড়ির সঙ্গেও ম্যাচ করে তসরের পাঞ্জাবিতে কাঁথা কাজ, আর সঙ্গে একটু অন্য লুক এনেছে বেনারসি প্যাচ ওয়ার্ক। পিছন দিকটা প্লেন। শান্তনু বললেন, পাঞ্জাবি যাতে বেশি ভারী না হয়, তার জন্যই এটা করা। হাতা প্লেন রেখে সঙ্গে বর্ডারে কাজ দেওয়া হয়েছে। এ পাঞ্জাবির সঙ্গে ধুতি, প্যারালাল প্যান্ট বা চুড়িদার সবই যাবে। এই শাড়ির কাজের জন্য দামটা একটু বেশি, ১০ হাজার। আর পাঞ্জাবিটির মূল্য ৫ হাজার। কাঁথাকাজের মধ্যে অন্য ধরনের নকশাও পাবেন এই কালেকশনে। ছোট ছোট পাতা, আলপনা, মা দুর্গার পিছনে যে চালচিত্র থাকে তার নকশা ইত্যাদি করেছেন শাড়িতে। রঙের মধ্যে আছে রেড এবং এমারেল্ড গ্রিন। তসর ছাড়া সিল্কেও কাঁথাকাজ করেছেন তিনি। দাম রয়েছে ৮-১০ হাজারের মধ্যে।
মডেল: দিতি সাহা, কুতুবুদ্দিন শেখ  মেকআপ: রাহুল নন্দী  হেয়ার: অবিনাশ ভৌমিক  স্টাইল: কুশল চট্টোপাধ্যায়
মডেল: অনন্যা দাস, উপেন বিন ছবি: শুভদীপ সামন্ত
পোশাকগুলির জন্য যোগাযোগ করতে পারেন: 
বি সি ১৮৩, সেক্টর ১, সল্টলেক সিটি, কলকাতা ৬৪। 
যোগাযোগ: ৯৭৪৮৭৫৬৩৬৪      
মডেল: দিতি সাহা, কুতুবুদ্দিন শেখ  মেকআপ: রাহুল নন্দী  হেয়ার: অবিনাশ ভৌমিক  স্টাইল: কুশল চট্টোপাধ্যায়

21st     August,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ