বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা
 

‘শেরনি’-র জন্য শাড়ি

গত বছরই শাড়িতে বাঘের মোটিফ দিয়ে জামদানিতে কাজ করেছিলেন দেবযানী বসু রায়চৌধুরী। সেই শাড়িটিতে একটি বসা বাঘ আর একটি হেঁটে যাওয়া বাঘের মোটিফ তৈরি করেছিলেন তিনি। শাড়ির ওপর দিকে ছিল মেরুনে স্ট্রাইপ আর নীচে ছিল কালোয়। ঘটনাচক্রে সেই শাড়িটি অভিনেত্রী বিদ্যা বালনের টিমের নজরে আসে। সেই সময় তাঁর ‘শকুন্তলা দেবী’ ছবির প্রোমোশন চলছে। ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেনে নির্বাচিত হয় দেবযানীর ওই শাড়িটি। বাঘ-শাড়িতে বিদ্যা বালনের এক্সক্লুসিভ ছবি প্রকাশিত হয়েছিল চতুষ্পর্ণীর এই পাতাতেই। বিদ্যা বালনের টিম দেবযানীর কাছে কাস্টমাইজড শাড়ি পাওয়া যাবে কি না, জেনে রেখেছিলেন সেবারই। গতকাল অনলাইনে মুক্তি পেয়েছে বিদ্যার নতুন ছবি ‘শেরনি’। এটির প্রচারে চারটি পৃথক ডিজাইনের কাস্টমাইজড শাড়ি বানানোর জন্য ফোন পেয়েছিলেন দেবযানী। তাঁকে বলা হয়েছিল, শাড়ির মোটিফে থাকবে টাইগার, কিন্তু সেগুলো যেন আগেরটির চেয়ে আলাদা হয়। হাতে বোনা শাড়িই চেয়েছিলেন তাঁরা। দেবযানী জামদানিতেই টাইগার মোটিফ আনলেন কালার কম্বিনেশন পাল্টে দিয়ে। সঙ্গে আকৃতিতে আরও বড় হল টাইগার মোটিফ। পাশাপাশি তিনি এই প্রোজেক্টে কাজ করেছেন জাগুয়ার মোটিফ দিয়েও।  তসরের আঁচলেও বড় টাইগার জামদানিতে করে দিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে যে শাড়িটি, সেটি ‘শেরনি’-র মিউজিক লঞ্চে পরেছিলেন বিদ্যা। 

19th     June,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ