বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

পিতামাতার প্রতি কর্তব্য

আমরা সকলেই আমাদের আদি পিতামাতার কর্ম করবার জন্য এবং তাঁদেরই কর্ম সাধন করবার জন্য এই মানব রূপ পরিগ্রহ করেছি। কিন্তু বিমাতার ভালবাসায় আমরা সকলে মোহগ্রস্ত হয়ে আমাদের আদি পিতামাতার কথা একেবারেই ভুলে গিয়েছি। এটাই আমাদের ভীষণ অপরাধ বলে গণ্য হয়ে গেছে। এই অপরাধ থেকে মুক্ত হবার জন্য বিভিন্ন যুগে মনীষীগণ আমাদের সামনে অনেক পথেরই সন্ধান দিয়ে গিয়েছেন। পরমপুরুষ শ্রীগুরু রামকৃষ্ণদেব বলেছেন অধ্যাত্ম জগতে ‘যত মত তত পথ’। সকলের লক্ষ্য একই দিকে। সত্যই তাই—মত যত পথও ততই। কিন্তু তারমধ্যে সর্বাপেক্ষা সহজ সরল পথ হচ্ছে—তোমরা যদি তোমাদের পিতামাতাকে ভক্তি, শ্রদ্ধা ও সেবা পরায়ণ হয়ে তাঁদের মধ্যে তোমাদের আদি পিতামাতার স্বরূপ দেখতে পাও এবং আদি পিতামাতাকে এই বাস্তব জগতের পিতামাতার সাথে লীন করে তাঁদের সেবায় রত থাকো, তাহলে অবশ্যই ওই আদি পিতামাতার সন্ধান পাবে। কিন্তু যদি আদিকে ধরবার জন্য শূন্যের মধ্যে মনে মনে তাঁর চিন্তা বা উপাসনা করো এবং বাস্তব জগতে যাঁরা পিতামাতা আছে তাঁদের উপেক্ষা করো তাহলে তো বেশিরভাগ ক্ষেত্রে এই জাগতিক জগতের পিতামাতাগণ তোমাদের সৎকর্মে বাধার সৃষ্টি করবেন। আসলে গোড়াতেই তো যোগে ভুল হয়ে যাচ্ছে। এজন্যই তো সৎকর্মে এতো বাধার সৃষ্টি হয়। শুধু তাই নয়, আরও কারণ আছে। আমরা জানি যে ভগবান সর্বজীবেই বিরাজ করছেন। তাহলে বিচার করে দেখো, তিনি যদি সর্বজীবে বিরাজ করেন তাহলে আমাদের নিকট অশ্রদ্ধার কোন কিছুই থাকতে পারে না। শিশু শ্রেণীতে পড়ার জন্য বি.এ বা এম.এ বা আরও উঁচু ক্লাশের পাস করা মাস্টার মহাশয়ের প্রয়োজন হয় না। পাঠশালার প্রথম শিক্ষার জন্য পিতামাতাই আমাদের প্রথম শিক্ষাগুরু। তাঁরাই আমাদের উঠতে, বসতে, চলতে, খেতে, কথা বলতে ইত্যাদি সকল কিছু শিক্ষা দিয়ে থাকেন। তাই প্রথম গুরু হলেন আমাদের জাগতিক জগতের পিতামাতা। এরপর ক্রমান্বয়ে আমাদের জীবনে আরও অনেক গুরুকরণের ব্যবস্থা রয়েছে। তাদের মধ্যে জীবনের সর্বাপেক্ষা অমূল্য গুরুকরণ হলো সদ্‌গুরু লাভ। অধ্যাত্ম জগতে যেতে হলে, আদি পিতামাতাকে জানতে হলে ও তাতে আত্মাহুতি দিতে হলে এবং জীবনে সদ্‌গুরু লাভ করতে হলে অবশ্যই প্রয়োজন জাগতিক জগতে পিতামাতার ওপর ভক্তি, শ্রদ্ধা, সেবা ও গুরুজ্ঞান।
কারণ গুরুশক্তি সকল জীবের মধ্যেই বর্তমান। আদি পিতামাতাই হচ্ছেন আমাদের পরমগুরু। তাই গুরু শব্দটি সর্বস্তরে এবং সকলক্ষেত্রেই প্রকাশ আছে। গুরু শব্দে ব্রহ্ম। গুরু থেকেই সকল কিছুর প্রকাশ। 
আচার্য জ্ঞানেশ্বরদেব প্রণীত ‘জ্ঞানেশ্বরোপনিষদ্‌’ (৪র্থ খণ্ড) থেকে

15th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ