বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

বিশ্বাস

বিশ্বাস মানে এটি যে ঈশ্বরের নাম, এই প্রক্রিয়ায় আমি ঈশ্বরকে লাভ করব এবং এটি আমার একান্তই করণীয়—এই আস্থা ও দৃঢ়তা। বিশ্বাস ও আস্থা না থাকলে জপ শুধু যে হয় না তাই নয়, জপ-সাধনা বেশীদিন চালানো যায় না। মাদ্রাজে যেতে আমি করমণ্ডল এক্সপ্রেসে উঠলাম; আমি বিশ্বাস নিয়েই উঠছি কারণ পূর্ব্বে আমি নিজে কোনদিন মাদ্রাজ যায়নি। অন্যেরা গেছেন তাঁদের কথায় বিশ্বাস করে আমি যাত্রা সুরু করেছি। ঈশ্বরীয় নামজপ সম্পর্কে শত শত মনীষী একই আশ্বাসবাণী দিয়ে গেছেন—সুতরাং জপে অবিশ্বাস করার কি আছে? অন্ধ বিশ্বাস এড়াতে যেমন আমরা পাঁচজনের কাছ থেকে একই বিষয় জেনে নেই, তেমনি বিভিন্ন মত ও পথের মনীষীরা ঈশ্বরীয় প্রসঙ্গে নামজপের সুফল সম্পর্কে একই মত পোষণ করেন। বিশ্বাস নিয়েই সুরু করতে হয়। সেই বিশ্বাসই পরিশেষে সত্যকে প্রত্যক্ষ করায়। বিশ্বাস আমাকে করতেই হয়। বিশ্বাস বাদ দিয়ে কোন দিন সত্যলাভ সম্ভব হয়নি। একটি hypothesis ধরে নিয়ে অঙ্ক সুরু করতে হয়। পরিশেষে অঙ্কটির সমাধান আমরা লাভ করি। প্রথমেই যদি কুতর্ক জুড়ে দেই—কেন আমি এটিকে এই হিসাবে ধরব, তবে অঙ্কের অগ্রগতি সেখানেই রুদ্ধ হয়ে যায়। সকল নাম তাঁরই নাম, নামের স্মরণমননই নামীর সঙ্গ; সেই নাম-নামী হলেন আমার লক্ষ্য। আমি হাটতে সুরু করলে আমি একদা সেই লক্ষে পৌঁছাবই। আমার একমনে হাঁটাই হল আমার একাগ্র জপসাধনা। যত দিন লক্ষ্যে না পৌঁছাই ততদিন এই বিশ্বাস নিয়ে আমাকে হাঁটতেই হবে। আর, যদি আমি ভুল কথা শুনে ভুলপথে যাত্রা সুরু করে থাকি, তবে আমি যদি চলা অব্যাহত রাখি, তখন পথিমধ্যে আমাকে অনেকে স্বতঃই বলে দেন—এটি পথ নয়, অন্য পথ, অমুকটি পথ। আমার চলাটাই হ’ল আসল কথা। ভুল যদি থাকে তবে তা আজ বা বিলম্বে সংশোধিত হয়ই। জপের শেষ প্রাপ্তি কি? আমি কি একজন মহাপুরুষ হবার জন্য জপ করছি অথবা বিরাট একটা-কিছু পাব বলে এত কষ্ট করছি? জপ আমরা করি আমাদের প্রাণের তাড়নায়, প্রকৃতির স্বভাবে, আপনার নিজস্ব তাগিদে। তথাকথিত প্রাপ্তিগুলি হ’ল সবই নিতান্ত গৌণ; মুখ্য হ’ল শান্তি, তৃপ্তি, অভয় ও আনন্দ। জপের এটিই হ’ল মহাপ্রসাদ। যাঁরা এ জিনিষের গুরুত্ব জীবনে বোঝেন না, বলা যায়, তাঁদের জপসাধনার প্রকৃত সময় এখনও আসে নি। তাঁরা ধন সম্পদ ঐশ্বর্য্য ক্ষমতা প্রতিপত্তি ইত্যাদি নিয়ে ব্যস্ত—সুতরাং সেগুলির পিছনে ছুটে তাঁদের আগে ক্লান্ত, শ্রান্ত ও নিবৃত্ত হতে হবে; তবেই তারা শান্তি তৃপ্তি অভয় ও আনন্দের যথার্থ অনুসন্ধানে প্রবৃত্ত হন। তার আগে তাঁরা কিছু-পাওয়ার লোভেই জপ করেন, না-পেলে জপ ছেড়ে দেন এবং জপের উপর বৃথা দোষারোপ করেন। সেইজন্য জপরূপী তপস্যা সুরু করার আগে নিজের ধারণাটি সুস্পষ্ট করে নিতে হয়। সকাম জপে অবশ্য নির্দ্দিষ্ট ইষ্টপ্রাপ্তি ঘটে; কিন্তু তা নেহাত্‌ই অস্থায়ী—এই ধারণাটি আগে স্পষ্ট হওয়া চাই, অন্যধায় বহু বত্‌সর-ব্যাপী শ্রম প্রয়াস ও সময় নষ্ট করে তখন আত্মগ্লানির সঞ্চার হয়—আমি জীবনে পেলাম কি?—আমি কি জীবন ভর অলীক অবাস্তব একটা-কিছুর পিছনে ছুটে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি? জপে পরমেশ্বরের সাক্ষাত্‌লাভ ঘটে সত্য। কিন্তু তার ফলে আমার জীর্ণ কূটির মুহূর্ত্তে রাজপ্রাসাদে পরিণত হয়ে যাবে, এ প্রত্যাশা করা ঠিক নয়। জপের প্রাসাদে জীবজগতের সবকিছুর মধ্যে নিরন্তর ঈশ্বরীয় লীলা প্রত্যক্ষ হয়—জপসিদ্ধ সাধক এই সবকিছুর মধ্য দিয়ে নিরন্তর পরমেশ্বরেরই মধুময় নামকে প্রত্যক্ষ করেন সব কিছুর মধ্য দিয়ে তিনি আনন্দ-নির্য্যাস সংগ্রহ করে সদানন্দে বিরাজ করেন। সর্ব্ব অবস্থাতেই তিনি সত্‌-঩চিত্‌-আনন্দময়।
অযাচকের ‘জপ’ (১ম খণ্ড) থেকে 

28th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ