বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

ভগ্নী নিবেদিতা

তোমরা যে ভগ্নী নিবেদিতার কথা চিন্তা কর এই জন্য বার বার ধন্যবাদ দিই। শ্রীস্বামীজির ইচ্ছা ছিল সহস্র সহস্র ঐরূপ নিবেদিতা বেরুক্‌ এই বাঙ্গালা থেকে। যাক্‌ ছেয়ে দেশ নিবেদিতার নিষ্কাম নিঃস্বার্থ ভাবে। আবার উঠুক এদেশে গার্গী, লীলাবতী সীতা, সাবিত্রী দলে দলে। পবিত্রতায়, নিষ্ঠায়, সরলতায় মানুষ দেবতা হয়। ঠাকুর কৃপা করে তোমাদের দেবভাবে পূর্ণ করুন ইহাই প্রার্থনা। শ্রীস্বামীজি কহিতেন “মার জাত ছেলেদের যেমন শিক্ষা দিতে পারে পুরুষে তেমন পারে না”। তুমি নিজে যতটুকু পার দুচারটী ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে শিক্ষা দিতে সুরু করে দাও। বিধি নিয়ম আপনা হতেই হয়ে যাবে। ভিতরে ভাব থাক্‌লে অত বিধি নিষেধ দরকার হয় না। শক্তি সামর্থ্য সব আছে তোমার মধ্যে, বিশ্বাস কর, বিশ্বাস কর। শ্রীশ্রীঠাকুর ও স্বামীজিকে চিন্তা করে লেগে যাও শিক্ষা দিতে। খুলে দাও পাঠশালা। সাহায্য প্রভুই পাঠাবেন। কলিকালে একমাত্র দানই ধর্ম্ম। বিদ্যা অপেক্ষা ভাল জিনিষ জগতে কি আছে? কর এই বিদ্যা দান, অবিদ্যা দূর হবে এই বিদ্যা চর্চ্চায়। খুব মন দিয়ে ঠাকুরের কথামৃত নিত্য পাঠ কর্‌বে। উহার একটা কথায় কত ভাগবত, গীতা রয়েছে দেখ্‌বে। স্বামীজির চিঠি ও বক্তৃতা গুলি পড়ে দেখ্‌বে উহাতে অনন্ত শক্তি নিহিত। শ্রীশ্রীঠাকুরের আবির্ভাবে এক নবযুগ উপস্থিত। ছেড়োনা এ সুযোগ। দেখুক লোকগুলো সুন্দর শান্তির পথ। যে এই পথে আস্‌বে সেই আনন্দ পাবে। সমগ্র মেদিনীমণ্ডল নিয়ে আমাদের একটা দল কর্‌তে হবে। এতে বাদ কেও না যায়। পর সংসারে কেউ না থাকে। যদি কেউ পর থাকে, সেটা “আমি” “আমার”; এই “আমি” “আমার” হচ্ছে মহাবৈরী। নাশ কর্‌তে হবে, মার্‌তে হবে এই পরম শত্রুকে। তবেই সারা দুনিয়া আপনার হবে, ভগবানের হবে, সুখের ও শান্তির হবে। সেই এই শিক্ষা দিতে পার্‌বে, যে “আমি” “আমাকে” মার্‌তে পেরেছে। ভগবানের নামে বিশ্বাস এলে তাঁর শক্তিকে ধ্বংস হবে এই অবিদ্যা মোহ। ঈশ্বরশক্তিতে সব হয়। তিনি কৃপা করে আমাদের চোখের বাঁধন খুলে দেন।
প্রভুই তোমায় এমন সুন্দর বাড়ীতে থাকিবার স্থান করিয়া দিয়াছেন জানিও। বড় বড় ঘরে থাকিলে আর সৎসঙ্গ হইলে হৃদয় মনও প্রশস্ত হয়, উদার হয়। দু তিন দিন হলো প্র—এখানে এসেছে, তার মুখে ভক্তদের কথা শুনিলাম। শুদ্ধ, পবিত্র, নির্ম্মল দেহেই ভগবৎ-শক্তির প্রকাশ। আর ঈশ্বর চিন্তায় মনের ময়লা কেটে যায়। তোমরা মার ছেলে, ত্রিকালমুক্ত এই মনে রাখিয়া চলিতে থাক। জ্ঞান, ভক্তি, প্রীতি- এসবই আমাদের ঘরের বস্তু জানিবে। মান, সম্ভ্রম, ঐশ্বর্য্য এসব বাহ্য-বস্তু। ও সকলে কোন কালে যেন আমাদের আসক্তি না হয়। এ সময় যখন ঠাকুর এসেছিলেন, জান্‌বে তাঁর ভাব নিতে জগৎ বাধ্য, না হলে শান্তি কোথায়? যদি দুর্ব্বলতা আসে সেই মহাশক্তিমান প্রভুকে ডাকবে, তিনি মহাবল দিবেন। আনন্দ পাবে ধন্য হবে।
‘স্বামী প্রেমানন্দের পত্রাবলী’ থেকে

27th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ