বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

ঈশ্বর

বিশ্ব-বিধাতা ভগবান্‌ না দিলে মানুষের দানে লোকের অভাব কখনই মিটেনা। এই সব দুঃখ কষ্ট রোগ শোকের মধ্যেও প্রভুর লীলা দেখ্‌বার চেষ্টা কর। তিনি পরম কল্যাণময়। আমরা মাটির খেলনা নিয়ে ভুলে আছি! কামিনী-কাঞ্চন, মান-ইজ্জত পেয়ে সব বিস্মরণ! তাই কৃপা-নিধান দয়া করে মহামারী, দুর্ভিক্ষ, মহাযুদ্ধ আমাদের মধ্যে “বহুজন হিতায়” আনেন। শেখ দেখে দেখে—কেবল শিক্ষা কর। কেবল মাত্র দুমুঠো চাল দেবার জন্য ঠাকুর তোমাদের ওখানে পাঠান নাই—মহত্ত্ব ও দেবত্ব দেবার জন্য। উচ্চ মন, উদার হৃদয় কেমন করে লাভ করাতে হয় শিখে নাও! এমন সুযোগ আর পাবে না। এ যুগের অবতার বলেছেন, “বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর” এভাব প্রত্যক্ষ কর, মানবজীবন ধন্য কর, স্বামীজীর কৃপায় তোমরা আদর্শ জীবন লাভ কর। বুঝ্‌ছ না আমরা কি এখানকার কর্ত্তা? ভগবৎ শক্তির বিকাশ এখানে, সেই শক্তিবলে তোমরা ঐ সব কাজ কর্‌তে সমর্থ। জাননা কি, স্বামীজী লিখে গেছেন, “তিনি সূক্ষ্ম দেহে এই সঙ্ঘের মধ্যে বর্ত্তমান”? বিশ্বাস কর! সেই নিত্যসিদ্ধ মহাপুরুষের আদেশবাণী। বিশ্বাস কর! তোমাদের কর্ম্ম-পাশ কেটে যাবে, পরাভক্তি লাভ হবে, জীবন্মুক্ত হ’য়ে যাবে, কি হে! তোমরা কি সাধারণ লোক? ভুলে গেছ কি যে আদ্যাশক্তির কৃপা লাভ করেছ? জগতের কটা লোকের এ সুযোগ সৌভাগ্য হয় বল? আমার খুব ভাল লাগে “নাহং নাহং” ভাব! আমি যন্ত্র, তুমি যন্ত্রী; আমি রথ, তুমি রথী—কৃপাময় কেবল এইটুকু বুঝাচ্ছেন রোজ রোজ। মহারাজ বলেন—তোমাদের কোটি কোটি জন্মের তপস্যা হ’য়ে যাচ্ছে ঐ নিষ্কাম-নিঃস্বার্থ কর্ম্মে। এ কেবল স্তোক বাণী নয়, সত্যকথা জান্‌বে। হরিকে ধ’রে হরির শক্তিতে হরির সেবা কর্‌ছ। ঐ মূর্খ জড় প্রায় গণ্ডগ্রামে ঠাকুরের লীলা দেখে অবাক্‌ হচ্ছ! এ কার ঐশ্বর্য্য মনে কর? এর মধ্যে কি কিছু শিখ্‌বার নাই? বলি, তুমি কে মাধাই দাস যে লোকে তোমার মুখে ঠাকুরের কথা শুন্‌তে উদ্‌গ্রীব! এইখানেই প্রভুর শক্তির বিকাশ। তুমিও সেই দেববাণী শুনাতে মেতে যাও না কি? সাধন ভজন কার নাম? অনন্ত আকাশে লম্বা লম্বা কল্পনা জল্পনা নিয়ে থাক্‌লেই কি বড় হওয়া চলে? কবিত্ব ছেড়ে কাজে লেগে যাও। জীবন দেখাও, আদর্শ ত রয়েছে সামনে, ভয় কি? হও আগুয়ান, তোমরা লক্ষ্য স্থানে নিশ্চয়ই পৌঁছিবে। মহারাজ, মহাপুরুষ প্রভৃতি ভাল আছেন। তোমরা তাঁদের আন্তরিক আশীর্ব্বাদ জানিবে। আমরা ভাল আছি। তোমাদের স্বাস্থ্যের দিকে নজর রাখিবে। ঠাকুর তোমাদের রক্ষা করিতেছেন সর্ব্বদা মনে রাখিবে। দেখতে পাচ্ছত সব, এতেও অবিশ্বাস আন কেন? নিঃস্ব চাষাদের যদি বীজধান্য কিংবা হাল দরকার বুঝ তোমাদের কর্ত্তাকে লিখিলে পাইবে। এত অবিশ্বাসী দুর্ব্বল হইয়া পড় কেন? একমাত্র ভগবানে বিশ্বাস করিলেই যে সব গোল মিটিয়া যায়। সাধুদের তোমার প্রতি কৃপা আছেই জানিবে। আর ভগবান্‌ অন্তর্য্যামী, তিনি সকলই দেখিতেছেন।
‘স্বামী প্রেমানন্দের পত্রাবলী’ থেকে

22nd     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ