বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

দৈবীসত্তার

ইদানীংকালে পাশ্চাত্যের প্রাচ্যবিদ পণ্ডিতগণ ভারতবর্ষকে বিশেষ শ্রদ্ধার আসনে স্থাপন করেছেন। দৈবক্রমে অতি প্রাচীনকাল থেকেই আধ্যাত্মিক সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার মহান দায়িত্ব ভারতবর্ষের ওপর অর্পিত হয়েছে। ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে স্মরণাতীত কাল থেকেই প্রবল প্রাণশক্তিতে পরিপূর্ণ হয়ে ভারতীয় সভ্যতা বর্তমান অবস্থায় এসে উপনীত হয়েছে। ভারতীয় সংস্কৃতির বৈচিত্রময় ইতিহাসে যুগ যুগ ধরে বহু মহান পুরুষ ও নারী ভারতীয় ভাবধারায় সর্বোত্তম লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সার্থক ভূমিকা গ্রহণ করেছেন এবং এই পবিত্র ঐতিহ্য এই সভ্যতার পরম মাহাত্ম্য সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে বিশেষ সাহায্য করে। ভারতবর্ষের সেই মহান নারী-পুরুষগণ ছিলেন পরমাত্মার বার্তাবহ দূতস্বরূপ। তাঁরা তাঁদের সমুন্নত জীবনধারার মধ্য দিয়ে সকলের অন্তর্নিহিত দৈবীসত্তার মৌলিক ঐক্যের বিষয়টিতে আলোকপাত করেছেন। প্রেম, সমন্বয়, শান্তি, প্রজ্ঞা, ত্যাগ ও সেবা সম্বন্ধে তাঁদের বিশ্বজনীন মনোভাব, মানুষের চিন্তাজগতে জড়বস্তু অপেক্ষা চেতন-আত্মার প্রভাব সম্বন্ধে সুগভীর রেখাপাত করে। সেকারণে ভারতীয় সভ্যতাকে কখনো আধ্যাত্মিক দর্শন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে এই দর্শন জনগণের উচ্চতম স্তর থেকে শুরু করে নিম্নতম স্তর পর্যন্ত সকল শ্রেণির মানুষের মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে। অধ্যাপক রাধাকৃষ্ণণ যথার্থই বলেছেন: ‘‘বিশ্বের অন্যান্য দেশে জীবনযাত্রার ধারা বলতে ভোগবিলাসকে প্রাধান্য দেওয়া হয়—জীবনের মূল্যবান মুহূর্তগুলি সেখানে নানা অপ্রয়োজনীয় কর্মে ব্যয় করা হয় আর দার্শনিক চিন্তা হয়ে ওঠে গৌণ। প্লেটো এবং অ্যারিস্টটলের সময় যেরূপ ছিল, পাশ্চাত্য সভ্যতা সেই যৌবনের দিনগুলিতেও ছিল রাজনীতি অথবা নীতিশাস্ত্র জাতীয় অন্য কিছু বিষয়ের ওপর নির্ভরশীল; ...কিন্তু ভারতবর্ষের দর্শনশাস্ত্র ছিল স্বয়ংসম্পূর্ণ এক বিষয় এবং অন্য সকল বিষয়, সেই শাস্ত্র থেকেই প্রেরণা ও অবলম্বন লাভের সন্ধানে রত ছিল।’’ তিনি আরও বলেছেন, ‘একটি জাতি তথা ব্যক্তিবিশেষের ভবিষ্যৎ নির্ভর করে তার জীবনীশক্তির গতিপথ, জ্ঞানের যে-আলোক তাকে পরিচালনা করে এবং যে নীতি তাকে নিয়ন্ত্রণ করে—সেই বিষয়গুলির ওপর।’’ জনৈক পাশ্চাত্য সমীক্ষক এবিষয়ে বলেছেন: ‘‘সমগ্র মানবজাতির রাজনৈতিক জীবন ও বৈজ্ঞানিক চিন্তাধারার ক্ষেত্রে সন্দেহাতীতভাবে ভারতবর্ষের এযাবৎ যে অবদান আছে—যার ধারা অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে অব্যাহত থাকবে, সেগুলির ঊর্ধ্বেও ভারতবর্ষের আরো কিছু অধিকতর গুরুত্বপূর্ণ অবদান আছে; ঐগুলি হলো—সঠিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে অধিকতর মাহাত্ম্যপূর্ণ এক পথের সন্ধানপ্রদান, স্ব-স্বরূপকে উপলব্ধি করার পদ্ধতি এবং মন ও আত্মার অতি সূক্ষ্ম জগৎ সম্বন্ধে আলোকপাত করা।’’
 
স্বামী তথাগতানন্দের ‘‘প্রাচ্যের আলো’’ প্রবন্ধ থেকে

30th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ