বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

মোক্ষলাভ

সংসারে বাস ক’রে যারা মোক্ষলাভের জন্য সাধনা করে তারা সুরক্ষিত কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা সৈনিকদের মতো। আর যারা ঈশ্বরলাভের জন্য সংসারত্যাগ করেছে তারা যেন খোলা মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করা সৈনিক। খোলা মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করার চেয়ে কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা অনেক সহজ ও নিরাপদ। খই ভাজবার সময় কতকগুলো ফেটে গিয়ে লাফিয়ে কড়ার বাইরে পড়ে। খইয়ের মধ্যে এগুলোই সবার সেরা, গায়ে এতটুকু দাগ নেই। কড়ার ভিতরের খই ভালোরকম ভাজা হ’লেও গায়ে একটু-আধটু পোড়া দাগ থেকে যায়। উত্তম ভক্তদের মধ্যে যারা সংসারত্যাগ ক’রে বেরিয়ে যায়, তাদের এতটুকু দাগ থাকে না। সংসারী উত্তম ভক্তদেরও চরিত্রে কিছু-না-কিছু দাগ থেকে যায়।
প্রশ্ন: যারা মনের জোরে নয়, সাময়িক বিরক্তিতে সংসারত্যাগ করে তাদের চরিত্র কিরকম হয়?
উত্তর: বাবা, মা কিংবা বৌয়ের সঙ্গে ঝগড়া ক’রে যারা সংসার ত্যাগ ক’রে দূরে কোথাও চলে যায় তাদের বলে শ্মশান-বৈরাগী। এরূপ বৈরাগ্য বেশীদিন থাকে না। মনোমত একটা কাজ জোগাড় করতে পারলেই এদের বৈরাগ্যভাব মিলিয়ে যায়। এরা কিছু টাকা-পয়সা জমিয়ে সংসারে ফিরে আসেই। পরিষ্কার সাদা কাপড়ে বিন্দুমাত্র কালির দাগ লাগলেও চোখে পড়ে। সেইরকম পুণ্যাত্মা সাধুর মধ্যে এতটুকু দোষ খুঁজে পেলে তাঁর পবিত্রতার পাশে ঐটুকু দোষই বড় চোখে লাগে। কষ্টিপাথরে ঘষলে তবে বোঝা যায় কোনটি সোনা আর কোনটি পিতল। সেইরকম যন্ত্রণা ও দুর্দশার কষ্টিপাথরে খাঁটি সাধু ও কপট লোকের যাচাই হয়ে যায়। যে সাধু ওষুধ বিলোয় আর নেশা করে সে ঠিক ঠিক সাধু নয়। তার সঙ্গ এড়িয়ে চলো। আকাশে লক্ষ লক্ষ ঘুড়ির মধ্যে মাত্র একটি দু’টি ঘুড়ি কাটে। সেইরকম শত শত সাধকের মধ্যে থেকে দু’একজনই মাত্র সংসারের বন্ধন কেটে বেরিয়ে আসতে পারে। জালে মাছ পড়লে কতকগুলো মাছ শান্ত হয়ে জালেতেই ঘোরাঘুরি করে, কতকগুলো জাল থেকে বেরোবার জন্য প্রাণপণ চেষ্টা করে এবং মাত্র অল্প কয়েকটি মাছ জাল ছিঁড়ে বেরিয়ে এসে মুক্তির আনন্দ পায়। মানুষের মধ্যেও সেইরকম বদ্ধ, মুমুক্ষু ও মুক্ত—এই তিন রকম মানুষ দেখতে পাওয়া যায়। কাঁচা মাটির পাত্র ভেঙ্গে গেলে কুমোর সেই মাটি আবার ব্যবহার করতে পারে। কিন্তু পোড়াবার পর পাত্রটি ভেঙ্গে গেলে তা দিয়ে আর কিছু করা যায় না। সেইরকম জ্ঞানহীন লোক মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করে। কিন্তু জ্ঞানাগ্নিতে পুড়ে খাঁটি হ’লে মানুষের আর পুনর্জন্ম হয় না। সিদ্ধ ধান পুঁতলে তার থেকে আর ধানের চারা জন্মায় না, কিন্তু সিদ্ধ না করলে ধান থেকে শীষ বেরোয়। সেইরকম মৃত্যুর আগেই সিদ্ধিলাভ করলে মানুষের পুনর্জন্ম হয় না। কিন্তু সিদ্ধিলাভ না হওয়া পর্যন্ত মানুষকে সংসারে ফিরে ফিরে আসতে হয়। সিদ্ধপুরুষদের মধ্যে দু’টি থাক্‌ দেখা যায়। একটি থাক্‌ সত্যজ্ঞান লাভের পর আত্মানন্দে ডুবে থাকেন—এঁরা অন্যদের সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। আর একটি থাক্‌ সত্যজ্ঞান লাভ ক’রে একা একা সে আনন্দ আস্বাদ করতে চান না, বরং চেঁচিয়ে সবাইকে বলেন,—“তোমরাও এসো, আমাদের সঙ্গে সত্যকে আস্বাদন করো”।
স্বামী অভেদানন্দের ‘শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক বাণী’ থেকে

1st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ