বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

ভগবৎপ্রেম

সুখী সে, ভগবানকে যে ভালবাসে। কারণ, ভগবান সর্ব্বদা তার সঙ্গে থাকেন। একমাত্র ভগবানের ভালবাসাকেই আশ্রয় করে থাক। ভগবানের ভালবাসা যে পেয়েছে, মানুষী ভালবাসার কি মূল্য তার কাছে? মানুষী ভালবাসা সর্ব্বদাই শেষে রেখে যায় তিক্ত স্বাদ—এক ভগবৎপ্রেমই কখন নিরাশ করে না। তোমার আস্পৃহা আন্তরিক হ’লে ভগবৎপ্রেমের প্রত্যুত্তরও হবে তেমনি স্বতঃ-উৎসারিত। সমতার গভীর শান্তির মধ্যে তোমার প্রেম বেড়ে চলবে তার পূর্ণ বিকাশের দিকে, শুদ্ধ নিরবচ্ছিন্ন ঐক্যের বোধ আশ্রয় করে। কঠোর তপস্যার চেয়ে সত্যকার প্রেম ও উৎসর্গই বেশী সত্বর নিয়ে চলে ভগবানের দিকে। তোমার অন্তঃপুরুষের চেতনায় বাস কর সর্ব্বদা, তোমার ইচ্ছা তাহ’লে প্রকাশ করবে শুধু ভগবৎ-ইচ্ছাকে, তোমার রূপান্তরিত আধারও তা হ’লে ভগবৎপ্রেম ধারণ করবার, প্রকট করবার সামর্থ্য পাবে। মন্দিরের অভ্যন্তরে একেবারে চলে যাও, আমাকে পাবে সেখানে। অখণ্ড স্থৈর্য্য ও সমতা—এই হ’ল প্রথম পৈঠা। কোন্‌ কাজ করণীয় তার জ্ঞান আসে শুধু শান্তির ও সমত্বের মধ্যে। বিপুল শান্তি ও স্থিরতা রয়েছে কাছে, প্রস্তুত—তুমি তাদের দিকে নিজেকে খুলে ধরবে, তাদের গ্রহণ করবে বলে। বাহিরের ঘটনাবলি থেকে চেতনাকে ফিরিয়ে আনতে চেষ্টা কর, চেতনা বিক্ষুব্ধ হয় ঐ ক্ষেত্রেই, ঐ রকম বস্তু সব দিয়ে। শান্তি লাভ কর ভিতরে, যার ব্যতিক্রম নাই কখনো। তোমার মধ্যে, তোমার উপরে কাজ করছে যে চেতনা তার দিকে নিজেকে খুলে ধর; যতখানি সামর্থ্য তোমার, স্থির ও প্রশান্ত হয়ে থাক নিরন্তর। নিরন্তর স্থির, প্রশান্ত, অঞ্চল হয়ে থাক—তোমার চেতনার মধ্যে শক্তিকে কাজ করতে দাও অখণ্ড আন্তরিকতার স্বচ্ছতাকে আশ্রয় করে। ভাগবত চেতনা তোমার রূপান্তরের জন্যে কাজ করে চলেছে। তার দিকে খুলে ধর নিজেকে যাতে তোমার মধ্যে অবাধে সে কাজ করতে পারে। জোর করে কখনো ভগবৎ-জ্যোতির দিকে কিছু খুলে ধরা যায় না। আমি চাই কেবল অজ্ঞানের, নির্জ্ঞানের, অহং-এর বন্ধনী ত্যাগ, কিন্তু কি অপরূপ কি অতুলনীয় লাভ হবে বলে। তোমার মন অতি চঞ্চল—তাই আমার ইচ্ছাশক্তি অনুসারে চলবার অবাধ প্রেরণা তুমি পাও না। শরীরের মধ্যে প্রতিষ্ঠা কর আরো শান্তি, আরো স্থিরতা, ব্যাধির আক্রমণ প্রতিরোধ করবার সামর্থ্য তাতেই পাবে। সব নির্ভর করে বিশ্বাসের তীব্রতা কতখানি, সভ্যভাবের স্থৈর্য্য কতখানি তার উপর। ধৈর্য্য থাকলে, অধ্যবসায় থাকলে সব প্রার্থনাই পূর্ণ হয়। তোমার আস্পৃহাকে ধরে থাক সর্ব্বদা—তা সার্থক হবে সময়ে। আস্পৃহাকে দৃঢ় রাখ, চেষ্টা করে যাও ধৈর্য্যের সঙ্গে—সফলতা তা হলে নিশ্চিত। দৃঢ় হও, ধৈর্যশীল হও—সব ঠিক হয়ে যাবে। ভগবৎ-করণায়, ভগবদিচ্ছায়, ভগবৎ-কর্ম্মে পূর্ণ আস্থা রেখে চল— সব ঠিক হয়ে যাবে। সময়ে সব আসবে। ধৈর্য্যের সঙ্গে নির্ভর করে থাক—সব ঠিক হয়ে যাবে। ভয় করবে না, তোমার আন্তরিকতাই তোমার রক্ষাকবচ। বাজে কথাবার্ত্তা কানে তুলবে না, বিশেষতঃ আধ্যাত্মিক বিষয় বলে যার নাম দেওয়া হয় সে সম্বন্ধে। প্রত্যেকে চলবে তার নিজের পথে, অন্যের তাতে কিছু বলবার নেই।
শ্রীমায়ের মাতৃবাণী (দ্বিতীয় পর্যায়) থেকে 

9th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ