বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা
 

পরমাণু-আকাশ

সমুদ্রবিজ্ঞানের অনুরাগীরা একবার সবাই মিলে ঠিক করলেন, ভূমণ্ডলের নাম পাল্টে সমুদ্র-মণ্ডল করা উচিত। কারণ এই গ্রহের ৭৮ ভাগই জল, মাত্র ২২ ভাগ স্থল। অনুরূপ নজির তুলে কোয়ান্টাম বিজ্ঞানীরাও সঙ্গত দাবি তুলতে পারেন যে, এই বিশ্বব্রহ্মাণ্ডের নাম হওয়া উচিত অতিপরমাণুময় আকাশমণ্ডল। তাঁদের যুক্তি হল, নভোচর গ্যালাক্সি নক্ষত্র গ্রহ ইত্যাদি সকলে মিলে একত্রে এই মহাকাশের ব্যাপ্তির কোটি কোটি ভাগের এক ভাগেরও সমতুল নয়। তাছাড়া দৃশ্য বস্তু রূপে যে স্থানটুকু দখল ক’রে আছে বলে ঐ নভোচরেরা দাবি করে, তাও আসলে সেই দখলীকৃত আয়তনের লক্ষ-কোটি ভাগের একভাগ মাত্র, কারণ যে পরমাণু সমষ্টি দিয়ে এই বস্তুময় নভোচরেরা গঠিত, সেই পরমাণুসমূহের আকাশ-অংশই তো প্রায় সবটা অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস বা বস্তুময় কেন্দ্র-সত্তার আয়তন হল, সমগ্র পরমাণুর আয়তনের লক্ষ-কোটি ভাগের এক ভাগ (10-12) মাত্র; অর্থাৎ বস্তুময় বলে যাদের বলি, তারাও তো আসলে প্রায় সবটাই আকাশময় বা শূন্যময় বা ভ্যাকুয়াম। এ ব্যাপারে পরমাণু বিজ্ঞানীদের খুব সহজ দৃষ্টান্তটি হল, এত বড় এক একটা লম্বা চওড়া দেহধারী মানুষের দেহস্থ কোটি কোটি পরমাণু থেকে যদি আকাশ অংশ নিঙ্‌ড়ে বার করে নেওয়া যায়, তবে সবগুলি নিউক্লিয়াসের সমষ্টি হবে সূচের মাথায় অবস্থিত অদৃশ্যপ্রায় একটি বিন্দুর মতন। বাস্তবে, এরকম সার্ব্বিক ধ্বংসের পরিণামেই অতি সুবিশাল নক্ষত্রদেহ অন্তিমে নিউট্রন-নক্ষত্রের প্রায় শূন্যময় মাত্র পনের কুড়ি কিলোমিটার পরিসর পরিণতি লাভ করে। তাই বস্তুময় নক্ষত্রাদি সমন্বিত জগদব্রহ্মাণ্ড বলে যাদের আমরা দেখছি মনে করছি এবং ব্যবহারে আনছি, তাদের আসল মূর্ত্তি কিন্তু আকাশময়—প্রায় শূন্যময়। পরমাণু-আকাশ বলতে আমরা দুটি ব্যাপার একই সঙ্গে বুঝি। পরমাণু (atom)-র ভিতরের পূর্বোক্ত আকাশ বা শূন্যতা। আবার, মহাকাশের শূন্যতা বলে যা আমরা দেখি, মনে করি বা অনুভব করি, তা আসলে শূন্য নয়, অতিপরমাণুকণাসমূহের (Sub-atomic particles) দ্বারা পূর্ণ অর্থাৎ মহাকাশ হল অতি পরমাণুময়। (মনে করা হয়, প্রতি একক আয়তনে একটি করে হাইড্রোজেন পরমাণু আছে)। এই দ্বিতীয় ব্যাপারটির নাম হল কোয়ান্টাম ভ্যাকুয়াম (Quantam-Vaccuum)। নামেই বা আপাতভাবেই এটি Vacuum বা শূন্য, কিন্তু আসলে পূর্ণ; তাই একে false vaccuumও বলে। বস্তুত কোয়ান্টাম ভ্যাকুয়াম হল অসংখ্য প্রসুপ্ত (Virtual) অতি-পরমাণুকণার মহাসমুদ্র যেখানে তাপমাত্রা ২.৭ ডিগ্রি কেলভিন, যেখানে অতিপরমাণুকণা সমূহ এক অতি জটিল আন্তঃক্রিয়ায় রত।
অযাচকের ‘আকাশব্রহ্ম’ থেকে

8th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ