বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সম্পাদকীয়
 

ফাটা ঢাক

মানুষ মাত্রেই মওকা খোঁজে। কিন্তু সবার মধ্যে বিশেষ ব্যতিক্রম নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী মওকা খোঁজেন কারণে অকারণে। তাঁর লক্ষ্য একটাই, ঢাক পেটানো। নিজের ঢাক নিজে পিটিয়েই তাঁর যত সুখ। বড় মওকাটা চলে গেল। পশ্চিমবঙ্গসহ পাঁচ জায়গায় বিধানসভার ভোটের প্রচারে যথেচ্ছ পিটিয়েছেন। তাল জ্ঞান হারিয়ে গেলে যা হয়, জয়ঢাকের নিনাদ থেকে উল্লেখযোগ্য জয়টা আসেনি, মাঝখান থেকে ফেটে গিয়েছে ঢাকটাই। কিন্তু আত্মপ্রশংসা, আত্মপ্রসাদেই যাঁরা মোক্ষ দেখেন তাঁরা হামেশা ভুলে যান এসবই আসলে আত্মবঞ্চনা। অতএব আত্মগ্লানির কর্দম থেকেই তুলে নেন আরও একটা বাদ্যযন্ত্র। প্রতীক্ষায় থাকেন ফের তারস্বরে বাজানোর মাহেন্দ্রক্ষণ উপস্থিত হওয়ার জন্য। এবার বেশি দেরি করতে হয়নি। এসে গেল ৩০ মে। মোদি-২ সরকারের দ্বিতীয়বর্ষ পৃর্তির দিন। সব মিলিয়ে তাঁর ভারতশাসেনরও সাতবছর পূর্ণ হল সেদিন। অতএব বেতার ভাষণে তিনি পুরনো কাসুন্দিই ঘাঁটলেন: দেশ নাকি তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস’-এর মন্ত্র অনুসরণ করছে। এই ক’বছরে দেশের পক্ষে গর্ব করার মতো বিভিন্ন ঘটনা ঘটেছে। মোদিরই নেতৃত্বে দেশ শুধু কোভিড-১৯ মোকাবিলা করেনি, অন্যান্য প্রাকৃতিক বির্যয়েরও মোকাবিলা করেছে সার্থকভাবে। তাঁর সাতবছরের বিকাশ কার্যক্রমের যে ফিরিস্তি তিনি তুলে ধরেছেন, তাতে দেশবাসীর এটাই মনে হবে যে, একটা ডিজিটাল ইন্ডিয়া পল্লবে ফুলে ফলে শুধু হাসছে। পবিত্র গঙ্গাবক্ষে বেওয়ারিশ লাশের ছবিগুলো মিডিয়ার আর্কাইভ থেকে বের করে আনা কিছু ‘ফাইল চিত্র’। নরেন্দ্র মোদি সংসদে এবং ক্ষমতার অলিন্দে প্রবেশের পূর্বেকার কোনওকালের ছবি। কৃষক, মজুর, বেকার, দেনার দায়ে ক্রমে ডুবে যাওয়া মধ্যবিত্ত থেকে গরিবদের গল্পটা বহির্ভারতের কোনও ভূখণ্ডের। এসবের সঙ্গে মোদি রাজত্বের দূরতম সম্পর্কও নেই! 
কিন্তু, একই দিনে সংবাদ মাধ্যমের হাতে এসেছে কর্মসংস্থান বিষয়ক একটা গুরুত্বপূর্ণ তথ্য। কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) নতুন সদস্যদের নিয়ে চারবছরের একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে মোদি সরকারের পরিসংখ্যান মন্ত্রক। তাতে দেখা যাচ্ছে, দেশে নতুন কাজের সুযোগ বাড়ছে না, বরং ক্রমশ কমে যাচ্ছে। অথচ ক্ষমতায় আসার আগে বছরে দু’-আড়াই কোটি নতুন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। ২০১৪ সালে লোকসভার ভোট প্রচারের প্রধান মুখ মোদি দু’বেলা মুণ্ডপাত করতেন মনমোহন সরকারের। বলতেন, উপযুক্ত কাজের ব্যবস্থা করা গেলে ৭০ কোটি যুবক-যুবতী ভারতের চেহারা পাল্টে দিতে পারেন। কংগ্রেস সরকার সেই কাজে পুরো ব্যর্থ হয়েছে। দেশের দায়িত্ব মানুষ তাঁর হাতে তুলে দিলে তিনি সামান্য সময়ের ভিতরেই প্রমাণ করে দেবেন কীভাবে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে হয়। প্রধানমন্ত্রিত্ব লাভের পর মোদি দর্পের সঙ্গে ঘোষণা করেন, ভারতকে ২০২৪ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে উন্নীত করবেন এবং বিশ্বগুরুর (ওয়ার্ল্ড লিডার) আসনে বসাবেন। বাস্তবে কী দেখছি আমরা? বাংলাদেশ, ভুটানের মতো ক্ষুদ্র প্রতিবেশীরাও এখন আমাদের করুণার চোখে দেখছে। পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট বলছে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে নতুন ইপিএফ সদস্য সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। সেপ্টেম্বরে নতুন সদস্য যোগ হয়েছিল ১১ লক্ষ ৮৩ হাজারের কিছু বেশি। সংখ্যাটা ৮ লক্ষ ১২ হাজারের কিছু বেশি ছিল অক্টোবরে। নভেম্বরে আরও কমে হয় ৭ লক্ষ ১৩ হাজারের মতো। অর্থাৎ ২০২০ সালে সংগঠিত কলকারখানা ও সংস্থায় নতুন চাকরি পাওয়ার সুযোগ ক্রমশ হ্রাস পেয়েছিল। অবস্থার সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে গত ডিসেম্বর ও জানুয়ারিতে। জানুয়ারিতে ইপিএফে নতুন সদস্য হয়েছেন ৮ লক্ষ ৮৩ হাজার জন। কিন্তু গত ফেব্রুয়ারি-মার্চে ফের কমেছে। গত সেপ্টেম্বরে নতুন সদস্য সংখ্যা যেখানে ১২ লক্ষের কাছাকাছি ছিল, মার্চে তা ৭ লক্ষ ১৬ হাজারে নেমে আসে। ২০১৮-১৯ সালে ইপিএফে নতুন সদস্য হন মোট ১ কোটি ৪০ লক্ষের মতো শ্রমিক-কর্মচারী। সংখ্যাটা ২০১৯-২০-তে প্রায় ১ কোটি ১০ লক্ষ ৪১ হাজারে নেমে আসে। ২০১৯-২০ অর্থবর্ষের এই ছবি বলে দিচ্ছে, দেশে কাজের সুযোগ কমে আসার সূচনা হয় করোনার ধাক্কা লাগার আগেই। মনে রাখতে হবে, ইপিএফের এই পরিসংখ্যানে অসংগঠিত ক্ষেত্রের কোনও বিবরণ নেই। করোনার এই বৎসরাধিক কালে অসংগঠিত ক্ষেত্রের ক্ষতিটা হয়েছে অনেক বেশি। তাই সামগ্রিকভাবে ভারতে চাকরি বা কর্মসংস্থানের ছবিটা ভয়ানক। এই ছবিই বুঝিয়ে দিচ্ছে, মানুষের আয়পত্তর এবং জিনিসের চাহিদার কী অবস্থা। চাহিদা তলানিতে যাওয়ার অর্থ ব্যবসা-বাণিজ্য-শিল্প বিকাশের স্বপ্নটা মুখ থুবড়ে পড়া। মোদিবাবু যতই বোল ফোটাবার চেষ্টা করুন, বাস্তবে তাঁর ঢাকের সেই ক্ষমতা আজ অতীত, তাঁর ঢাক সত্যিই ফেটে গিয়েছে। 

1st     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ