বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

আদানি গ্রুপে বিনিয়োগ নিয়ে
বিতর্কের জবাব দিল এলআইসি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদানি গ্রুপে বিনিয়োগ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, এবার সরকারিভাবে তার জবাব দিল ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি। তাদের বক্তব্য, এই রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থার ব্যবস্থাপনায় থাকা সম্পদের নিরিখে (অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট) ওই লগ্নির অঙ্ক অতি সামান্য। ২০২২ সালের সেপ্টেম্বর শেষে এলআইসির ব্যবস্থাপনায় থাকা মোট সম্পদের পরিমাণ ছিল ৪১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। সেই দিক থেকে আদানিতে লগ্নির হার এক শতাংশেরও কম। মাত্র ০.৯৭৫ শতাংশ। বিগত কয়েক বছরে আদানি গ্রুপের যে পরিমাণ শেয়ার এলআইসি কিনেছে, তার ক্রয়মূল্য ৩০ হাজার ১২৭ কোটি টাকা। গত ২৭ জানুয়ারি শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় অনুযায়ী শেয়ারগুলির বাজারদর ৫৬ হাজার ১৪২ কোটি টাকা। এর পাশাপাশি এলআ‌ই঩সি দাবি করেছে, আদানি গ্রুপের যে ঋণপত্রগুলি তারা কিনেছে, সেগুলির ক্রেডিট রেটিং ‘এএ’ বা তার উপর রয়েছে। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর নিয়ম মেনেই ওই রেটিংয়ের ঋণপত্র কেনা হয়েছে। পাশাপাশি জীবন বিমা নিগমের দাবি, তারা বিনিয়োগের ব্যাপারে বরাবরই সব রকমের নিয়ম কঠিনভাবে মেনে চলে এবং বিনিয়োগ করা হয় দীর্ঘমেয়াদী রিটার্নের কথা বিবেচনা করেই।  

31st     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ