বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

একাধিক নয়া ফিচারে আরও
আধুনিক এথার, দাবি সংস্থার

সুদীপ্ত সেন, বেঙ্গালুরু: ৪৫০ সিরিজের ইলেক্ট্রিক স্কুটারকে প্রযুক্তিগতভাবে আরও আধুনিক করে তুলল নির্মাতা সংস্থা ‘এথার এনার্জি’। নেভিগেশন, অটোহোল্ডের পাশাপাশি অতিরিক্ত ওয়্যারেন্টি, নেভারহুড চার্জিংয়ের মতো একগুচ্ছ নয়া আপডেট এনেছে এই সংস্থা। ই-স্কুটারের চেহারাতেও বেশ কিছু নতুনত্ব এনেছে তারা। বাজার চলতি দু’টি রং ছাড়াও এবার থেকে কসমিক ব্ল্যাক, সল্ট গ্রিন, ট্রু রেড ও লুনার গ্রে-তেও মিলবে এথার। ব্যবহারকারীদের সুবিধার জন্য বদল আনা হয়েছে সিটের গঠনেও। এতে চালক ও সহযাত্রীর জন্য সফর আরও আরামদায়ক হবে বলে দাবি সংস্থার। সম্প্রতি বেঙ্গালুরুতে কমিউনিটি ডে’র আয়োজন করেছিল এই সংস্থা। সেখানেই নয়া আপডেট ‘এথারস্ট্যাক ৫.০’ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তরুণ মেহতা। তিনি জানান, ব্যবহারকারীদের জন্য স্কুটারে আরও অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত হয়েছে। গুগল মানচিত্রের সঙ্গে হাত মিলিয়ে এথারস্ট্যাক ৫.০-এ থাকছে ভেক্টর ম্যাপ। সেইসঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে টাচস্কিনেও। তরুণবাবুর দাবি, মোবাইলের সঙ্গে সাযুজ্য রেখেই এথার ইলেক্ট্রিক স্কুটারের নয়া ইউজার ইন্টারফেস তৈরি হয়েছে। রয়েছে অটোহোল্ডের ব্যবস্থাও। এর সাহায্যে কোনও ঢালু জায়গায় গাড়ি দাঁড় করাতে বিশেষ সমস্যায় পড়তে হবে না চালককে। স্কুটারকে সাশ্রয়ী করে তুলতে যুক্ত হয়েছে একাধিক মোডও। কমিউনিটি ডে’র ‘উপহার’ হিসেবে ব্যাটারির উপর ক্রেতাদের পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়ার কথাও জানিয়েছেন তরুণ মেহতা। যদিও নয়া সুবিধার জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে না বলে আশ্বস্থ করেছেন তিনি। ওই অনুষ্ঠানে বাংলা নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছিন তিনি। তাঁর কথায়, কলকাতা সহ একাধিক শহরে ইতিমধ্যেই স্টোর খোলা হয়েছে। এবছরের শেষের দিকে পূর্বভারতের দিকে বিশেষ নজর দেওয়া হবে। 
 এথারের কমিউনিটি ডে’র অনুষ্ঠানে দুই সহ প্রতিষ্ঠাতা তরুণ মেহতা ও স্বপ্নিল জৈন।

13th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ