বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হতে পারে নভেম্বরে
এবার অন্যান্য দপ্তরের অব্যবহৃত
জমিতেও শিল্পতালুকের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পে বাংলাকে দেশের মধ্যে এক নম্বর করাই তাঁর লক্ষ্য। তৃতীয়বার ক্ষমতায় এসে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে তাঁর সরকার।  বিনিয়োগকারীদের উৎসাহিত করতে একের পর এক পদক্ষেপ করছে রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্যে শিল্পতালুকের সংখ্যা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে তারা। শিল্প উন্নয়ন নিগমের হাতে থাকা জমিতে শিল্পতালুক তো হচ্ছেই। সেই সঙ্গে অন্যান্য দপ্তরের মালিকানাধীন যেসব জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেখানেও শিল্পতালুক গড়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য। তবে কোনও জমি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট কোনও ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে তা শিল্পতালুকের জন্য নেওয়া হবে না। প্রত্যেক জেলাশাসককে নবান্নের তরফে একথা জানিয়েও দেওয়া হয়েছে। এর পাশাপশি নতুন বছরে ৫০টির সঙ্গে আরও ১২টি পরিষেবা যুক্ত করা হচ্ছে শিল্পসাথী সিঙ্গল উইন্ডো পোর্টালে। 
শিল্পসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত ছিলেন শিল্প, ক্ষুদ্র শিল্প এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পাঁচ একরের বেশি এই ধরনের জমি শিল্পতালুক স্থাপনের জন্য চিহ্নিত করা হবে। এক আধিকারিক জানান, বিভিন্ন দপ্তরের হাতে এরকম অনেক জমি আছে, যা ৩০-৪০ বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। সংশ্লিষ্ট দপ্তরের সেই জমি নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনাও নেই। এই ধরনের জমিতে শিল্পতালুক গড়তে কোনও বাধা নেই। প্রসঙ্গত, শিল্পতালুক গড়ে বিনিয়োগ টানতে ২০২১ সালের মাঝামাঝি একটি বিশেষ ইনসেনটিভ স্কিম চালু করেছে রাজ্য। সেই সঙ্গে ব্যক্তি মালিকানায় পাঁচ একর জমি থাকলেই শিল্পতালুক গড়ার আবেদন করা যাবে বলে রাজ্য সরকার ঠিক করে। রাজ্যে এরকম ৪৫টি শিল্পতালুক গড়ে উঠছে। আবার রাজ্য সরকারের দেওয়া জমিতে ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে ৫৬টি শিল্পতালুক গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এসব জমির দাম কমানো হয়েছে। গত সপ্তাহেই এ সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে অর্থদপ্তর। প্রস্তাবিত শিল্পতালুকের জমিতে ফের একবার বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এদিকে, ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন না করারও সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আগে ঠিক হয়েছিল ১, ২ এবং ৩ ফেব্রুয়ারি এই সম্মেলন হবে। ২০২৩-এর নভেম্বরে এই বাণিজ্য সম্মেলন হতে পারে বলে জানা গিয়েছে। 

11th     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ