বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

তিন বছরে ব্যবসা ১ হাজার কোটিতে
নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পিয়ারলেসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫ সালের মধ্যে ব্যবসার অঙ্ক অন্তত এক হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষমাত্রা রাখল পিয়ারলেস গ্রুপ। সেই লক্ষ্যপূরণে তারা আর্থিক পরিষেবা ব্যবসার পাশাপাশি হোটেল, হাসপাতাল ও আবাসন ব্যবসা, এই চারটি ক্ষেত্রকেই ঢেলে সাজাবে। এর মধ্যে হাসপাতাল ব্যবসায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় বলেন, বর্তমানে পিয়ারলেস হাসপাতালে আমরা আরও ৩০০টি শয্যা বাড়াচ্ছি। সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ক্যান্সার ও অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রিক পরিষেবায়। বর্তমানে এই হাসপাতালে ৪০০ শয্যা রয়েছে। তবে হোটেল ব্যবসার বহর বাড়নোর কোনও পরিকল্পনা এখন নেই বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে আবাসন ব্যবসাতেও। পিয়ারলেসের হাতে যে জমিগুলি রয়েছে, সেগুলি কীভাবে ব্যবহার করা যায়, তা খতিয়ে দেখা হবে। 
পিয়ারলেসের চেয়ারম্যান পদে এসেছেন কোল ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, সংস্থার বর্তমান সম্পদের পরিমাণ দু’হাজার কোটি টাকার বেশি। সেই সম্পদকে কাজে লাগিয়েই তাঁরা ব্যবসার পরিধি বাড়াতে চান। সেক্ষেত্রে গ্রাহকদের তাঁরা তাঁদের সব ধরনের পরিষেবায় যুক্ত করতে চান। অর্থাৎ একই গ্রাহক যাতে তাঁদের সব পরিষেবার সুযোগ পান, তার ব্যবস্থা করা হবে। এর জন্য মোবাইল অ্যাপ আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। অন্যদিকে, আর্থিক পরিষেবা ব্যবসায় বেশি রিটার্নের দিকে ঝাঁপানো হবে বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে বিনিয়োগে ঝুঁকির মাত্রাও বাড়বে। সেক্ষেত্রে আট থেকে রিটার্নের হার বাড়িয়ে ১২ শতাংশে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

17th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ