বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

পেটিএম মলের বাজারদর 
কমল ৯৯ শতাংশ, রিপোর্ট
শেয়ার ছাড়ল জ্যাক মা’র আলিবাবা

বেজিং: পাঁচ বছর ধরে পেটিএমের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল জ্যাক মা’র আলিবাবা এবং অ্যান্ট ফিনান্সিয়ালস। এবার ওই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে সরে গেলেন জ্যাক মা। আর সেইসঙ্গে আলিবাবা এবং অ্যান্ট ফিনান্সিয়ালের মোট ৪৩.৩২ শতাংশ শেয়ারও তারা পেটিএমকে মাত্র ৪২ কোটি টাকায় বিক্রি করেছে। রিপোর্ট বলছে, দুই চীনা সংস্থার হাত গুটিয়ে নেওয়ার কারণে এবার পেটিএম মলের বাজার দর কমল ৯৯ শতাংশ। জ্যাক মা’র হাত পেটিএম মাথা থেকে উঠে যাওয়ার পর এর বাজার দর গিয়ে ঠেকেছে মাত্র ১০০ কোটি টাকায়। অথচ দু’বছর আগে এই পেটিএম মলই ই-কমার্স সংস্থাগুলির মধ্যে রেকর্ড লাভ করেছিল। ভারতীয় মুদ্রায় যা ছিল ২১ হাজার কোটি টাকা। তবে রিপোর্ট যা বলছে, তাতে দুই চীনা সংস্থার শেয়ার ছেড়ে দেওয়ার পর পেটিএম কার্যত ফতুর। 
যদিও পেটিএম মল এই তথ্য অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আলিবাবা তাদের শেয়ার ছেড়ে দেওয়ায়  বাজার দরে যে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, তা কিন্তু নয়। তাদের দাবি, শেয়ার এবং ব্যবসা বাড়ানোর জন্য নানা জায়গায় বিপুল অঙ্কের লগ্নি করা হয়েছিল। করোনাকালে ব্যবসা বিপুলভাবে ধাক্কা খায়। তার জেরেই সংস্থার উন্নতিতে ভাঁটা পড়ে। 

19th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ