বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

মুনাফায় বড় লাফ বন্ধন ব্যাঙ্কের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা দাঁড়াল ১ হাজার ৯০২ কোটি টাকা। ২০২০-’২১ অর্থবর্ষের তুলনায় তা ১ হাজার ৭৪৭ শতাংশ বেশি। গত মার্চ পর্যন্ত এখানে মোট ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৯৯ হাজার ৩৩৮ কোটি টাকা। বৃদ্ধির হার ১৪.১ শতাংশ। অন্যদিকে, আমানতে জমা টাকার ক্ষেত্রে বৃদ্ধির হার ২৩.৫ শতাংশ। মোট আমানতের পরিমাণ ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, ২০২০-’২১ অর্থবর্ষের নিরিখে কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৮.৫ শতাংশ বৃদ্ধি সম্ভব হয়েছে, যা ব্যাঙ্কের আর্থিক অবস্থার নিরিখে অত্যন্ত সদর্থক। গত মার্চে আর্থিক বছর শেষে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২.৬৩ কোটি। এর থেকেই প্রমাণিত, গ্রাহকরা আমাদের উপর আরও বেশি করে আস্থা রাখছেন। 

14th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ