বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য
 

স্টেট ব্যাঙ্ক মকুব করল গৃহঋণে প্রসেসিং ফি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে গৃহঋণের উপর প্রসেসিং ফি মকুব করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সাধারণভাবে এই ব্যাঙ্ক হোম লোনের উপর ০.৪০ শতাংশ প্রসেসিং ফি নেয়। তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হবে না। এসবিআইতে হোম লোনে সুদের হার শুরু বার্ষিক ৬.৭০ শতাংশ থেকে। ‘ইওনো’ অ্যাপের মাধ্যমে যদি কোনও গ্রাহক গৃহঋণের আবেদন করেন, তাহলে তিনি ০.০৫ শতাংশ ছাড় পাবেন, জানিয়েছে ব্যাঙ্ক। 
অন্যদিকে ব্যাঙ্কের নিজস্ব ‘ইওনো’ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে আরও নিরাপত্তা দিতে নতুন উদ্যোগ নিল এসবিআই। তারা জানিয়েছে, ব্যাঙ্কের কাছে গ্রাহকের যে মোবাইল নম্বরটি দেওয়া আছে, মোবাইল ফোন বা অন্য কোনও ডিভাইসে সেই নম্বরের সিমকার্ডটি থাকতে হবে। তবেই গ্রাহক ‘ইওনো’ এবং ‘ইওনো লাইট’ অ্যাপ দু’টি ব্যবহার করতে পারবেন। অন্য কোনও মোবাইল থেকে গ্রাহক ওই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এতে ডিজিটাল ব্যাঙ্কিং সংক্রান্ত জালিয়াতি রোখা যাবে বলে দাবি করেছে এসবিআই।  

3rd     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ