বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

হাল ফেরাতে শিরদাঁড়া সোজা করতেই হবে আইএফএ’কে

বৃহস্পতিবার দুপুর। লাঞ্চের পর মুঠোফোন ঘাঁটাঘাঁটি করা অভ্যাস। স্ক্রল করতে করতেই একটি নিউজ ফিডে নজর পড়ল। নৈহাটিতে ঘরোয়া লিগের ডার্বি। ইস্ট বেঙ্গল মাঠে থাকলেও অনুপস্থিত মোহন বাগান সুপার জায়ান্ট।  এমন খবর শুধুই হতাশা বাড়ায়। ময়দান ফুটবলারের কাছে যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ডার্বির উত্তাপ বঙ্গ জীবনের অঙ্গ।  উৎকর্ষতায় ঘরোয়া লিগ দেশের অন্যতম সেরা। তার এমন পরিণতি দুঃখজনক। বাংলার ফুটবলে চূড়ান্ত দুঃসময় চলছে। এর দায় আইএফএ’র পাশাপাশি নিতে হবে তিন প্রধানকেও। 
যতদূর মনে পড়ে, এই নিয়ে ছ’বার ডার্বিতে ওয়াকওভার দিল মোহন বাগান। দু’বার দল নামায়নি ইস্ট বেঙ্গলও। টাটকা স্মৃতি, ২০১৯ সালে কাস্টমসকে ওয়াকওভার দেয় মশালবাহিনী।  সেই ম্যাচে বড় ব্যবধানে জিতলে লিগ জিততেও পারত লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ম্যাচ পিছনোর আবেদন অগ্রাহ্য করে আইএফএ।  লিগ শেষ করতে এমন সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। চার বছর পরেও একই ঘটনা। মোহনবাগানের বক্তব্য শোনাই হল না।  বড় ম্যাচের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হল ইস্ট বেঙ্গলর রিজার্ভ দল। তাই জেসিন, মহীতোষদের জন্য খারাপ লাগছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তিন প্রধান ছাড়া অন্য ক্লাবগুলির কথা সেভাবে ভাবেইনি আইএফএ। স্বল্প পুঁজিতে তাদের সংগ্রাম। অথচ বারবার সূচি বদল হওয়ায় তারাই বেশি ক্ষতিগ্রস্ত। এই নিরিখে ডুরান্ড বা আইএসএল কর্তৃপক্ষ অনেক পেশাদার। সপ্তমীর রাতে কলকাতায় ম্যাচ অসম্ভব। তাই চলতি মরশুমে ইস্ট বেঙ্গলকে খেলতে হল ভুবনেশ্বরে। ম্যাচ কিন্তু স্থগিত হয়নি। তাই আমার পরামর্শ, শিরদাঁড়া সোজা করতে হবে আইএফএ’কে। এবার কড়া হাতে হাল ধরার সময় এসেছে। ঘরোয়া লিগ শুরুর অন্তত একমাস আগে তৈরি হোক সূচি। নির্ধারিত সময়ে ক্লাব প্রতিনিধিদের হাতে তা দেওয়া হোক। খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তাতে যেন বদল না আসে। বড় দলের রিজার্ভ স্কোয়াড এখানে অংশ নেয়। তবে এত সমস্যা কেন? 

2nd     December,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ