বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পুরনো দলের বিরুদ্ধে তিন পয়েন্টেই চোখ কুয়াদ্রাতের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেদ খান তখন গুরুতর অসুস্থ। বেঙ্গালুরুর বাড়িতে শয্যাশায়ী পঞ্চপাণ্ডবের মধ্যমণি। ওই অবস্থাতেও ইস্ট বেঙ্গলের কথা শুনলে তাঁর দু’চোখে আনন্দের ঝিলিক খেলে যেত। বছর ছয়েক আগে বাগিচা শহরের বাড়িতে চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি। পুরনো মহল্লা ছেড়ে মাকে নিয়ে রামাইয়া কলেজের পাশে চলে এসেছেন আমেদ পুত্র মজিদ। আটের দশকে মনোরঞ্জন-তরুণ-বিকাশদের সতীর্থ এখন ফুটবল থেকে অনেকটাই দূরে। তবে লাল-হলুদ তাঁর হৃদয়ে। তবে বুধবার বেঙ্গালুরু বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ দেখার ইচ্ছা থাকলেও বাদ সেধেছে মায়ের অসুস্থতা। মজিদ ফোনে জানালেন, ‘কলকাতার স্মৃতি কী করে ভুলি? যত্ন করে রেখে দিয়েছি প্রিয় ক্লাবের জার্সি। ক্লেটনদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।  নতুন কোচ কার্লেস কুয়াদ্রাতকে নিয়েও আমি বেশ আশাবাদী।’ শুধু আমেদ-পুত্র কেন, স্প্যানিশ বসকে সামনে রেখেই সুনীলদের বিরুদ্ধে যুদ্ধজয়ের স্বপ্ন দেখছেন লাল-হলুদ অনুরাগীরা।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের পঞ্চম স্থানে নন্দ-মহেশরা। বুধবার জিতলে আইএসএলের ইতিহাসে প্রথমবার শীর্ষস্থানে পৌঁছবে মশালবাহিনী। তাই অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার সকালে কলকাতায় অনুশীলন করে বিকেলের ফ্লাইটে বাগিচা শহরে পা রাখলেন ফুটবলাররা। গতবার হোম ও অ্যাওয়ে, দু’টি ক্ষেত্রেই বেঙ্গালুরু বধের নায়ক ছিলেন ক্লেটন সিলভা। পুরনো দলের বিরুদ্ধে এবারও নিজেকে প্রমাণ করতে মুখিয়ে তিনি। কুয়াদ্রাতের অপশন বাড়াবেন এশিয়াড ফেরত লালচুংনুঙ্গা। পাশাপাশি লাল-হলুদ জার্সিতে এশিয়ান কোটায় জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের অভিষেক হতে চলেছে।  জর্ডন এলসের পরিবর্ত ক্লিক করে গেলে স্প্যানিশ কোচের চিন্তা অনেকটাই কমবে। তাঁর মন্তব্য, ‘সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তি প্রতিপক্ষের শক্তি বাড়াবে। এক মুহূর্তের জন্য মনঃসংযোগ হারানো চলবে না।’
বেঙ্গালুরু শিবিরও মোটেও স্বস্তিতে নেই। প্রথম দু’টি অ্যাওয়ে ম্যাচেই পরাস্ত হয়েছে তারা। তার উপর কার্ড সমস্যায় সুরেশ ও রোশন সিংকে পাবেন না কোচ সাইমন গ্রেসন। তবে সুনীল ছেত্রীকে সামনে রেখেই তিন পয়েন্টের ছক কষছেন তিনি। মাঝমাঠে অভিজ্ঞ জাভি হার্নান্ডেজ দলের সম্পদ। তরুণ ফুটবলার শিবাশক্তির গতি সমস্যায় ফেলতে পারে খাবরা, মন্দারদের। কুয়াদ্রাতের দলকে হারিয়েই প্রত্যাবর্তনে মরিয়া তাঁরা।
ইস্ট বেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: গিল, খাবরা, লালচুংনুঙ্গা, পারদো/মাহের, মন্দার, নন্দ, ক্রেসপো, শৌভিক, বোরহা, মহেশ ও ক্লেটন। 
 ম্যাচ শুরু রাত ৮ টায়।  সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ