বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

তিতাসের দুরন্ত বোলিংয়ে সোনা ভারতের

হাংঝউ: বঙ্গতনয়ার আগুনে পেসে এল এশিয়ান গেমসের সোনা। সোমবার মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারাল ভারত। তাতে বড় ভূমিকা নিল বাংলার তিতাস সাধুর প্রথম স্পেলেই নেওয়া তিন উইকেট। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও নজর কেড়েছিলেন তিনি। সেই ম্যাচে মাত্র ৬ রানে দুই উইকেট নিয়ে পেয়েছিলেন ফাইনালের সেরা ক্রিকেটারের স্বীকৃতি। এশিয়ান গেমসের ফাইনালেও তফাত গড়ে দিলেন তিনিই। চার ওভারে মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট। একটি মেডেন সহ তিতাসের বোলিং গড়ও দুর্ধর্ষ।
গত বছর কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলের। চলতি বছরের গোড়ায় টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ছিটকে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মারা। এদিন কিন্তু হরমনপ্রীত কাউরের দল আর হতাশ করলেন না। 
টস জিতে ব্যাট করতে নেমে ভারত অবশ্য বড় রান তুলতে পারেনি। ২০ ওভারে সাত উইকেটে ১১৬ রানে থামে টিম ইন্ডিয়া। স্মৃতি (৪৫ বলে ৪৬) ও জেমিমা রডরিগেজ (৪০ বলে ৪২) ছাড়া সবাই ব্যর্থ। শেফালি (৯), রিচা ঘোষ (৯), পূজা বস্ত্রকাররা (২) দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। দুই ম্যাচের নির্বাসন কাটিয়ে দলে ফেরা ক্যাপ্টেন হরমনপ্রীতের সংগ্রহ ২। ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অবশ্য কখনওই স্বস্তিতে ছিল না। মূলত তিতাসের প্রথম স্পেলটাই তাদের সোনা জয়ের স্বপ্ন চুরমার করে দেয়। মন্থর উইকেট দেখে হরমনপ্রীত অবশ্য প্রথম ওভারে আক্রমণে এনেছিলেন অফ স্পিনার দীপ্তি শর্মাকে। দ্বিতীয় ওভারে বল করেন সেমি-ফাইনালে বিধ্বংসী বোলিংয়ে নজরকাড়া পূজা বস্ত্রকার। কিন্তু সেই কৌশল খুব একটা কাজে আসেনি। অগত্যা পেসার তিতাসের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন। আর তাতেই বাজিমাত। শ্রীলঙ্কা ইনিংসের তৃতীয় ওভারে এসে প্রথম বলেই তিনি ফেরান অনুষ্কা সঞ্জীবনীকে (১)। তিন বল পরেই বোল্ড করেন ভিস্মি গুনরত্নেকে (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে তিনি তুলে নেন ক্যাপ্টেন চামারি আতাপাত্তুকে (১২)। ১৪ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত আট উইকেটে ৯৭ রানে থামে তারা।
ঝুলন গোস্বামী অবসর নেওয়ার পর ভারতীয় মহিলা দল একজন ভালো মানের পেসারের খোঁজে ছিল। তিতাস সেই অভাব পূর্ণ করার দিকেই এগচ্ছেন। দিন চারেক পরই ১৯তম জন্মদিন তাঁর। এশিয়াডে সোনা জয় জন্মদিনের উপহার হয়েই থাকল। এদিকে, ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ