বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রিয়ালকে হেলায় হারাল আতলেতিকো

আতলেতিকো মাদ্রিদ- ৩     :        রিয়াল মাদ্রিদ- ১
(মোরাতা- ২, গ্রিজম্যান)                       (টনি ক্রুজ)

মাদ্রিদ: সালটা ২০১১। মরশুমের মাঝপথে চোট পান রিয়াল মাদ্রিদের আর্জেন্তাইন স্ট্রাইকার গঞ্জালো ইগুয়েন। তাই বেশ কয়েকটি ম্যাচে প্রথম একাদশের দরজা খোলে আলভারো মোরাতার সামনে। কিন্তু কোচ হোসে মরিনহোর প্রিয় পাত্র হয়ে উঠতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে পর্তুগিজ কোচ বলেন, ‘মোরাতা এখনও রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইন-আপে থাকার মতো ফুটবলার হয়নি।  ওকে আরও উন্নতি করতে হবে।’ পরের তিন বছর অধিকাংশ সময় বেঞ্চেই ঠাঁই হয় তাঁর। 
সেই বঞ্চনা এখনও ভোলেননি মোরাতা। তাই উল্টোদিকে রিয়াল মাদ্রিদকে দেখলেই জ্বলে ওঠেন তিনি। রবিবার তাঁর জোড়া গোলে ভর করেই মাদ্রিদ ডার্বিতে দুরন্ত জয় ছিনিয়ে নিল আতলেতিকো। মোরাতা ছাড়া বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন আঁতোয়া গ্রিজম্যান। রিয়ালের একমাত্র গোলটি টনি ক্রুজের। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল সিমোনে-ব্রিগেড। আর হারের ফলে শীর্ষস্থান হারাল রিয়াল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কার্লো আনসেলোত্তির দল।
চলতি মরশুমে শুরুটা দারুণ করেছিল রিয়াল মাদ্রিদ। লিগে টানা পাঁচ ম্যাচে জয়, পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন জুডে বেলিংহ্যামরা। পক্ষান্তরে, ধারাবাহিকতার অভাবে ধুঁকতে থাকে আতলেতিকো। রবিবার অ্যাওয়ে ম্যাচে তাই বিশেষজ্ঞরা এগিয়ে রেখেছিলেন রিয়ালকে। কিন্তু পরিকল্পিত ফুটবল খেলে জয় ছিনিয়ে নেয় আতলেতিকো।  ম্যাচের চতুর্থ মিনিটে বাঁপ্রান্ত থেকে স্যামুয়েল লিনোর ঠিকানা লেখা ক্রস থেকে হেডে জাল কাঁপান মোরাতা (১-০)। ১৮ মিনিটে ব্যবধান বাড়ান গ্রিজম্যান। এবার সাউল নিগুয়েজের ক্রস থেকে নেওয়া তাঁর হেড জালে আশ্রয় নেয়(২-০)।
ম্যাচে দু’গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া প্রয়াস চালায় রিয়াল। ৩৫ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান কমান টনি ক্রুজ (২-১)। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফের আলভারো মোরাতার গোলে জয় নিশ্চিত করে আতলেতিকো (৩-১)। এবারও হেডে লক্ষ্যভেদ স্প্যানিশ স্ট্রাইকারের।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ