বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

খেতাবি লড়াইয়ে থাকাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের

শিবাজী চক্রবর্তী, কলকাতা: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে একগাদা সিনিয়র ফুটবলারকে খেলিয়ে ডুবেছিল ইস্ট বেঙ্গল। সুহের, অতুলদের ম্যাড়ম্যাড়ে ফুটবলেই নষ্ট হয় ছন্দ। বিনো জর্জের দলকে হারানোর পর  ঘরোয়া লিগের খেতাবি লড়াইয়ে এক পা বাড়িয়ে দিয়েছেন ডেভিডরা। চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে বাকি চারটি ম্যাচ জিততেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। এমন পরিস্থিতিতে আজ খিদিরপুরের বিরুদ্ধে মাঠে নামছেন জেসিন, বিষ্ণু, মহীতোষরা। একই সময়ে কিশোর ভারতী স্টেডিয়ামে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন ডায়মন্ডহারবার এফসি’র মুখোমুখি হচ্ছে মহমেডান। এই ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। মেগা লড়াই ড্র হলে বাড়তি অক্সিজেন পাবে ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে খিদিরপুরকে হারালে চেরনিশভের দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে মশাল-বাহিনী। তাই রিজার্ভ দলের কোচ বিনো জর্জ  পুরো পয়েন্ট ঘরে তুলতে মরিয়া। শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলিয়ে বিপক্ষের দুর্গে ফাটল ধরানোই তাঁর লক্ষ্য।
মঙ্গলবার লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে অজয় ছেত্রীর। ডিফেন্সিভ মিডফিল্ডারকে ম্যাচ টাইম দিতে ঘরোয়া লিগে ব্যবহার করতে চাইছে থিঙ্কট্যাঙ্ক। এছাড়া বিষ্ণু, গুরনাজ, মহীতোষ, জেসিনদের নিয়ে পরিকল্পনা কষছেন কেরালাইট কোচ। প্রতিপক্ষ থিতু হওয়ার আগেই ম্যাচ পকেটে পুরতে চান তিনি। তবে বর্ষণসিক্ত মাঠে রক্ষণ নিয়ে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছে। শুভেন্দু মান্ডি ও সার্থক গোলুইকে আগেই রিলিজ করা হয়েছে। এই মুহূর্তে অতুল উন্নিকৃষ্ণাণ ছাড়া অভিজ্ঞ কোনও স্টপার নেই রিজার্ভ দলে।
মঙ্গলবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ খিদিরপুরও অবশ্য ভালো জায়গায় নেই। ঘরোয়া লিগে একটা সময় জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ছিল তারা। সুপার সিক্সে উঠলেও ট্রান্সফার উইন্ডোতে দল ছেড়েছেন অধিকাংশ ফুটবলার। বকেয়া বেতন না পেয়ে পদত্যাগ করেছেন কোচ সায়ন্তন দাস রায়। তাই কোনওরকমে দল নামিয়ে মান বাঁচানোই লক্ষ্য খিদিরপুরের। 
 ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু
 বিকেল তিনটেয়। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ