বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

তৃতীয় একদিনের ম্যাচেও নেই অক্ষর

রাজকোট: অক্ষর প্যাটেলের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। এশিয়া কাপে চোট পেয়েছিলেন তিনি। তার পরেও শর্তসাপেক্ষে তাঁকে রাখা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে। নির্বাচক প্রধান অজিত আগরকরের আশা ছিল, তৃতীয় ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। কিন্তু সেটা হল না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে সোমবার জানিয়ে দেওয়া হয়, আরও কিছুদিন রিহ্যাবের প্রয়োজন রয়েছে অক্ষরের। ঝুঁকি নিয়ে খেলানো ঠিক হবে না। এখন প্রশ্ন হচ্ছে, অক্ষর কি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারবেন? ছবিটা স্পষ্ট নয়। তবে বোর্ডের এক কর্তার কথায়, হাতে সময় আছে। আরও কয়েক দিন দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শোনা যাচ্ছে, বিশ্বকাপের চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড বাছতে ২৭ সেপ্টেম্বর বৈঠকে বসতে পারে নির্বাচক কমিটি। 
অক্ষরের ব্যাক-আপ কিন্তু তৈরি। এশিয়া কাপের ফাইনালে পরিবর্ত হিসেবে ওয়াশিংটন সুন্দরকে ডাকা হয়েছিল। সুযোগ পাননি বল করার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেও দলে আছেন তিনি। কিন্তু ঢাকা পড়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের ছায়ায়। দ্বিতীয় একদিনের ম্যাচে রীতিমতো স্পিনের ভেল্কি দেখিয়েছেন অ্যাশ। তা দেখে নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট— অধিকাংশেরই ভোট এখন বর্ষীয়ান অফ স্পিনারের দিকে। দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞতাকে পুঁজি করে যেকোনও দলের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অশ্বিন। একের পর এক ক্যারম বল করছেন। ফ্লাইট করাচ্ছেন সাহসের সঙ্গে, যা ভরসা দিচ্ছে দলকে। তাই অক্ষর খেলতে না পারলে টিম ইন্ডিয়া খুব একটা সমস্যায় পড়বে না বলেই মত ওয়াকিবহাল মহলের।
পর পর দু’টি ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। সম্ভবত ভারতীয় টিম ম্যানেজমেন্টও এমন দাপুটে পারফরম্যান্স প্রত্যাশা করেনি। না হলে তৃতীয় ম্যাচে পুরো শক্তি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হবে কেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবরা বিশ্রাম কাটিয়ে বুধবার রাজকোটের ম্যাচে ফিরছেন। ওয়ার্কলোড কমাতে ছুটি দেওয়া হয়েছে শুভমান গিল ও শার্দূল ঠাকুরকে।
এদিকে, বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং ও বাংলা দলের দুই সদস্য মুকেশ কুমার ও আকাশদীপকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ