বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এশিয়ান গেমসে শ্যুটিংয়ে সোনা জিতে বিশ্বরেকর্ড ভারতের

হাংঝউ, ২৫ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ভারতের জয়জয়কার। প্রথম দিনেই ভারতের ঝুলিতে এসেছিল পাঁচটি পদক। এরপর দ্বিতীয় দিনে এল সোনা সহ আরও বেশ কয়েকটি পদক। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনা জিতেছেন ভারতের দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমার, রুদ্রাংশ পাতিল। সোনা জেতার পাশাপাশি টিম ইভেন্টে  বিশ্বরেকর্ড করেছেন তাঁরা। দিব্যাংশ, ঐশ্বর্য ও রুদ্রাংশের দলগত মোট স্কোর ১৮৯৩.৭ পয়েন্ট। এর আগে এই বিভাগে চীনের রেকর্ড ছিল। তাদের পয়েন্ট ছিল ১৮৯৩.৩। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের শ্যুটাররা। পাশাপাশি মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় করল হরমনপ্রীতরা। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এসেছে এগারোটি পদক। এছাড়াও পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে এককভাবে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য তোমার। অপরদিকে এশিয়ান গেমসে পুরুষদের রোয়িংয়ে ব্রোঞ্জ এল সতনাম সিং, পারমিন্দর সিং, সুখমিত সিং ও জাকার খানদের হাত ধরে। চলতি এশিয়ান গেমস থেকে ১০০ টি পদকের প্রত্যাশা নিয়ে হাংঝউ পৌঁছেছে ৬৫৫ সদস্যের ভারতীয় দল। উল্লেখ্য, ২০১৮ সালের জাকার্তা এশিয়াডে ১৬টি সোনা সহ ৭০টি পদক এসেছিল। গেমসের আসরে সেটাই ছিল দেশের সেরা পারফরম্যান্স। এবার তা ছাপিয়ে যাওয়াই লক্ষ্য ভারতীয় ক্রীড়াবিদদের।

25th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ