বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

লিভারপুলের জয়ের দিনে পয়েন্ট খোয়াল আর্সেনাল

লন্ডন: গতবার প্রিমিয়ার লিগের প্রথম ৬ ম্যাচে মাত্র দু’টি জয়ের মুখ দেখেছিল লিভারপুল। মো সালাহ-লুইস ডিয়াজদের খেলায় ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত গত মরশুমে লিগ টেবিলে পাঁচ নম্বরে শেষ করেছিল কোচ জুরগেন ক্লপের দল। তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চলতি মরশুমে শুরুটা দারুণ করেছে লিভারপুল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ক্লপ-ব্রিগেড। রবিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারাল তারা। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মো সালাহ, ডারউইন নুনেজ ও ডিয়েগো জোতা। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলদাতা জারোড বোয়েন।
রবিবারের অপর ম্যাচে ঘরের মাঠে দু’বার লিড নিয়েও জিততে ব্যর্থ আর্সেনাল। টটেনহ্যামের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল মিকেল আর্তেতা-ব্রিগেড। ম্যাচের ২৬ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর আত্মঘাতী গোলে লিড নেয় গানাররা। তবে প্রথমার্ধের শেষলগ্নে টটেনহ্যামকে সমতায় ফেরান সন হিউং-মিন। এরপর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ফের আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। তবে পরের মিনিটেই ম্যাচে দ্বিতীয়বারের জন্য জাল কাঁপিয়ে দলের হার বাঁচান সন। এই ড্রয়ের ফলে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেল আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে এক ধাপ এগিয়ে টটেনহ্যাম।
এদিকে, খারাপ সময় কিছুতেই কাটছে না চেলসির। রবিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলে হারল মরিসিও পোচেত্তিনোর দল। ৭৩ মিনিটে জয়সূচক গোলটি ওলি ওয়াটকিন্সের।

25th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ