বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শুভমান, শ্রেয়সের দুরন্ত সেঞ্চুরি, সিরিজ ভারতের

ইন্দোর: বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে রবিবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অনায়াসেই হারাল তারা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় এল ৯৯ রানে। পাশাপাশি, ২-০ এগিয়ে গিয়ে সিরিজও পকেটে পুরল লোকেশ রাহুলের দল। তাৎপর্যের হল, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজের মতো প্রথম এগারোর ক্রিকেটারদের ছাড়াই সিরিজ জিতল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। এদিন খেলেননি যশপ্রীত বুমরাহও। বুধবার রাজকোটে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে অবশ্য পূর্ণশক্তিতেই নামবে টিম ইন্ডিয়া।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৯৯ রান তোলে ভারত। এই ফরম্যাটে অজিদের বিরুদ্ধে যা নীল জার্সিধারীদের সর্বাধিক স্কোর। শ্রেয়স আয়ার (৯০ বলে ১০৫) ও শুভমান গিলের (৯৭ বলে ১০৪) সেঞ্চুরি বড় রানের ভিত গড়ে দিয়েছিল। তার উপর দাঁড়িয়েই ইমারত গড়েন সূর্যকুমার যাদব (৩৭ বলে অপরাজিত ৭২) ও লোকেশ (৩৮ বলে ৫২)। চারশো টপকে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবে তা হয়নি। পঞ্চাশ ওভারের ক্রিকেটে চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল। এদিন ক্যালেন্ডার ইয়ারের পঞ্চম শতরান পূর্ণ করেন ২৪ বছর বয়সি। ভারতীয় ব্যাটারদের মধ্যে ষষ্ঠ শতরানে তিনিই দ্রুততম। ইন্দোরে এটা তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি। তাৎপর্যের হল, এদিন শুরুতে মন্থর দেখাচ্ছিল গিলকে। প্রথম ১৯ বলে আসে মাত্র ৯। তারপরই খোলস ছেড়ে বেরন তিনি। ছয়টি চার ও চারটি ছক্কায় মাতান মাঠ। ঋতুরাজ গায়কোয়াড় (৮) দ্রুত ফেরায় চতুর্থ ওভারেই নামেন শ্রেয়স। শুরু থেকেই মুম্বইকর ছিলেন আক্রমণাত্মক মেজাজে। কেরিয়ারের তৃতীয় ওডিআই শতরানের ইনিংসে টিম ম্যানেজমেন্টের আস্থারই মর্যাদা দিলেন তিনি। ১১টি চার ও তিনটি ছয়ে সাজানো ইনিংসে ধরা পড়ল তাঁর আত্মবিশ্বাসও। গিল ও শ্রেয়সের দ্বিতীয় উইকেটের জুটিতে ১৬৪ বলে যোগ হয় ২০০ রান।
ঈশান কিষান (৩১) বড় রানের সুযোগ হারালেও চোট সারিয়ে ফেরা লোকেশ ফের ধারাবাহিকতা দেখালেন। পৌঁছলেন পঞ্চাশেও। তবে ক্যামেরন গ্রিনকে এক ওভারে চার ছক্কা মারা সূর্যই স্লগ ওভারে তুললেন ঝড়। বোঝালেন, ওডিআই ক্রিকেটে সাফল্যের পাসওয়ার্ডের খোঁজ তিনি পেয়েছেন। শেষ দশ ওভারে ১০৩ রান ওঠাতেই তা প্রতিফলিত। তবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অজি বোলিংয়ের দৈন্যদশাও ধরা পড়ল। ওভার প্রতি আট রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে গোড়াতেই ম্যাথু শর্ট (৯) ও এই ম্যাচের অধিনায়ক স্টিভ স্মিথকে (০) পরপর দু’বলে হারায় অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য যখন খেলা থামে, তখন ৯ ওভারে তাদের সংগ্রহ ৫৬। পরে ডাকওয়ার্থ লুইস নিয়মে টার্গেট দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭। এই সময়ই ক্যারম বলে ভাঙন ধরালেন রবিচন্দ্রন অশ্বিন। সাত বলের ফারাকে রহস্যময় ডেলিভারিতে পরপর ফেরালেন মার্নাস লাবুশানে (২৭), ডেভিড ওয়ার্নার (৫৩) ও জশ ইনগ্লিসকে (৬)। বিশ্বকাপের দলে ঢোকার দাবি জোরালো হল অফ-স্পিনারের। শন অ্যাবটের (৩৬ বলে ৫৪) ঝোড়ো ব্যাটিং অবশ্য দুশোর ওপারে পৌঁছে দেয় অজিদের (২১৭)। 
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৯৯-৫ (শ্রেয়স ১০৫, গিল ১০৪, সূর্য অপরাজিত ৭২, লোকেশ ৫২, গ্রিন ২-১০৩)। অস্ট্রেলিয়া ২৮.২ ওভারে ২১৭ (অ্যাবট ৫৪, ওয়ার্নার ৫৩, অশ্বিন ৩-৪১, জাদেজা ৩-৪২)। 
ভারত ৯৯ রানে জয়ী (ডাকওয়ার্থ-লুইস নিয়মে), ম্যাচের সেরা শ্রেয়স আয়ার

25th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ