বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এশিয়ান গেমসে উজ্জ্বল ভারত, একাধিক বিভাগে পদক জিতলেন অ্যাথলিটরা

বেজিং: এশিয়ান গেমস- ২০২৩-র মঞ্চে এক দিনেই একাধিক সাফল্য অর্জন করলেন ভারতীয় অ্যাথলিটরা। আজ দিনের শুরুতেই ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের দলগত বিভাগে রূপো জেতে ভারতের মেয়েরা। অশী চোকসি, রমিতা ও মেহুলি ঘোষের হাত ধরে এই সাফল্য আসে। শ্যুটিংয়ের এই প্রতিযোগিতাতেই ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রমিতা জিন্দাল। মেহুলি ঘোষ চতূর্থ হয়ে ব্যক্তিগত বিভাগে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। অন্যদিকে একাধিক পদক জিতে চমক দিয়েছে ভারতীয় রোয়াররা। পুরুষদের এইট পেয়ার রোয়িং ও লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে রূপো এসেছে ভারতের ঝুলিতে। ডাবল স্কালস বিভাগে রূপো জিতেছেন অর্জুনলাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। পেয়ার ইভিন্ট রোয়িংয়ে বাবুলাল যাদব ও লেখ রামের হাত ধরে এসেছে ব্রোঞ্জ। এছাড়াও মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। তাই এই বিভাগেও পদক আসা নিশ্চিত। এবার শেফালিরা সোনা জিততে পারেন কিনা সেটাই দেখার। এছাড়াও গ্রুপ ম্যাচে উজবেকিস্তানে ১৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পুরুষদের হকি দল। এই মুহূর্তে ৩টি রূপো ও ২টি ব্রোঞ্জের সঙ্গে পদক সূচিতে তৃতীয় স্থানে রয়েছে ভারত।  
 

24th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ