বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সিরিজ জয়ে চোখ টিম ইন্ডিয়ার

ইন্দোর: তিন ফরম্যাটেই ভারত এখন বিশ্বের এক নম্বর। টেস্ট এবং টি-২০’র মসনদ আগেই দখলে এসেছিল। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে দাপটে হারানোর সুবাদে ওয়ান ডে র‌্যাঙ্কিংয়েও মগডালে টিম ইন্ডিয়া। ফলে মেজাজেই রয়েছেন লোকেশ রাহুলরা। রবিবার জিতে সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে মাঠে নামবেন তাঁরা।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকবেন শ্রেয়স আয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দু’জনের পারফরম্যান্স নিয়ে চলবে কাটাছেঁড়া। মোহালিতে শ্রেয়সকে ম্যাচ ফিট মনে হয়নি একটুও। যে রান হয় না, তার জন্যই দৌড়েছিলেন তিনি। ফিল্ডিংয়েও উধাও আগের ক্ষিপ্রতা। সহজ ক্যাচ ফেলেছেন, গলিয়েছেন বলও। বিশ্বকাপে মিডল অর্ডারে জায়গা পাকা করার জন্যই তাঁর রান পাওয়া জরুরি। অশ্বিন কেমন বোলিং করেন, তা নিয়েও থাকবে আগ্রহ। ইন্দোরে ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে প্রবীণ ও নবীন, দুই অফ স্পিনারের ‘ট্রায়াল’ হয়ে উঠতে পারে এই ম্যাচ। 
সিরিজে ভারতের ১-০ এগিয়ে যাওয়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে ওপেনিং জুটির। ঋতুরাজের সঙ্গে শুভমান শুরুতে প্রায় দেড়শো রান যোগ করেছিলেন। তবে রবিবার ওপেনিংয়ে পরিবর্তন ঘটতেও পারে। ঈশান কিষানকে ওপেনার হিসেবে দেখে নিতে পারেন দ্রাবিড়। সেক্ষেত্রে বসতে হবে ঋতুরাজকে। তাহলে মিডল অর্ডারে তিলক ভার্মাকে নামানো যাবে। কিংবা খুলবে ওয়াশিংটনকে খেলানোর রাস্তা।
বদলাতে পারে বোলিং আক্রমণও। টানা খেলছেন যশপ্রীত বুমরাহ। তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলে আসবেন মহম্মদ সিরাজ। তবে গত ম্যাচে দশ ওভারে ৭৮ রান দিয়েও শার্দূল ঠাকুরের বাদ পড়ার সম্ভাবনা নেই।
শুক্রবারের জয়ে সূর্যকুমার যাদবের পরিণত ইনিংস অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ। এই ফরম্যাটে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্নের আকার ক্রমশ বাড়ছিল। অর্ধশতরানের ইনিংসে সূর্য যেভাবে স্লগ সুইপের মতো উদ্ভাবনী শট ছেঁটে ফেলে সোজা ব্যাটে খেলেছেন, তা সত্যিই ইতিবাচক। মিডল অর্ডারে অধিনায়ক লোকেশ যথারীতি ভরসা জুগিয়েছেন। চোট সারিয়ে ফেরার পর চারটি ইনিংসের তিনটিতেই বড় অবদান রেখেছেন তিনি। 
মোহালিতে অস্ট্রেলিয়া দলের প্রথম সাতজন ব্যাটসম্যানের মধ্যে ছয়জনই ক্রিজে থিতু হয়েছিলেন। কিন্তু পঞ্চাশে পৌঁছেছেন একমাত্র ডেভিড ওয়ার্নার। মহম্মদ সামির সামনে যেভাবে মিচেল মার্শ ও স্টিভ স্মিথ আউট হয়েছেন, সেটাও উদ্বেগের। চোটের জন্য ছিটকে যাওয়া ট্রাভিস হেডের অভাবও চিন্তায় রাখছে তাদের। বোলিংয়ে অবশ্য ফিরতে পারেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। তিনি ফিরলে শক্তিশালী হবে পেস আক্রমণ। লেগস্পিনার অ্যাডাম জাম্পা মোহালিতে পরপর ঋতুরাজ ও শুভমানকে আউট করে লড়াইয়ে ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় স্পিনার হিসেবে ম্যাথু শর্টের খেলা নিয়ে অবশ্য সংশয় রয়েছে।
হোলকার স্টেডিয়াম এমনিতেই ছোট। বীরেন্দ্র সেওয়াগের ২১৯ এখানেই। রোহিত শর্মাও ৩৬ বলে শতরান করেছিলেন এই মাঠে। একদিনের ক্রিকেটে চারশো প্লাস রানও হয়েছে। ফলে স্পিনারদের কাজটা কঠিন। অশ্বিনের সামনে তাই কড়া পরীক্ষা।
 ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

24th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ